জানা গিয়েছে, অর্থ দফতরের কর্মী তথা আধিকারিকদের বাড়ি থেকে কাজ করার সুযোগ দেওয়া হলেও অনেকেই যে সেই সুযোগের অপব্যবহার করতে শুরু করে দিয়েছিলেন সেই বিষয়টি রাজ্য সরকারের চোখে ধরা পড়ে গিয়েছে। তার জন্যই যেমন এই সফটওয়্যারের আমদানি করতে হচ্ছে ঠিক তেমনি অনান্য দফতরের কর্মীদেরও বাড়ি থেকে কাজ করার সুযোগ দেওয়া যায় কিনা সেই ভাবনাচিন্তাও রাজ্যের মাথায় এসেছিল। দুই ক্ষেত্রেই কাজ দেবে এমন কথা ভেবেই অবশেষে পরীক্ষামূলক ভাবে এই সফটওয়ার চালু করতে উদ্যোগী হয়েছে নবান্ন। এই সফটওয়্যারের মাধ্যমে বাড়ি থেকে কাজ করা সব কর্মীর কাজের পুঙ্খানুপঙ্খ হিসাব রাখা হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। প্রাথমিক ভাবে অর্থ দপ্তর থেকে শুরু হলেও ধাপে ধাপে রাজ্য সরকারের ৫২টি দপ্তরেই এই ব্যবস্থা কার্যকরী করা হবে।
 
ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, বাড়ি থেকে কাজ করছেন বলে কেউ অফিসের সময় অন্য কিছু করবেন, এটা কিন্তু চলবে না। এবার থেকে কাজ শুরুর সময়েই সফটওয়্যারে লগ ইন করতে হবে কর্মীদের। যতক্ষণ লগ ইন থাকছেন ওই কর্মী ততক্ষন তিনি কী কী করছেন তার যাবতীয় তথ্য পৌঁছে যাবে আধিকারিকদের কাছে। দেশে এখন এই ধরনের সফটওয়্যার তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি তাদের কর্মীদের ওপর নজরদারি চালানোর জন্য ব্যবহার করে থাকে। এতে কোন কর্মী কতক্ষণ কাজ করছেন, অফিসের কাজ করছেন না অন্য কাজ করছেন, এই সব কিছু দেখতে পায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours