সরকারি বুলেটিন অনুযায়ী রাজ্যে সুস্থতার হার বাড়ছে ৷ বর্তমানে করোনা সংক্রমিতদের সুস্থতার হার ৪৭.৭৯ শতাংশ।
গোটা দেশের পরিস্থিতির থেকে আলাদা নয় এরাজ্যের করোনা চিত্রও ৷ বেড়েই চলেছে করোনার প্রকোপ ৷ সোমবার রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১,৪৯৪ ৷ গত ২৪ ঘণ্টায় ৪০৭ টি করোনা আক্রান্তের কেস সামনে এসেছে ৷
করোনায় মৃতের সংখ্যা ৫০০ ছুঁইছুঁই ৷ গত ২৪ ঘণ্টায় করোনার কারণে মৃত্যু হয়েছে আরও ১০ জনের ৷ এরসঙ্গেই রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৮৫ ৷
এর মধ্যে রবিবার মৃত ১০ জনের মধ্যে ৪জন কলকাতার বাসিন্দা, ৩ জন উত্তর ২৪ পরগণার, ১ জন দক্ষিণ ২৪ পরগণার এবং অন্যজন হাওড়ার বাসিন্দা ছিলেন ৷
সরকারি বুলেটিন অনুযায়ী রাজ্যে সুস্থতার হার বাড়ছে ৷ বর্তমানে করোনা সংক্রমিতদের সুস্থতার হার ৪৭.৭৯ শতাংশ। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫,৫১৫ জন।
স্বাস্থ্য দফতর জানিয়েছে রাজ্যে করোনা টেস্টের সংখ্যা অনেকটাই বাড়ানো হয়েছে ৷ বর্তমানে রাজ্যের মোট ৪৫টি ল্যাবে চলছে করোনা টেস্ট ৷ সোমবার পর্যন্ত মোট ৩ লক্ষ ৪৩ হাজার ২৪২ জনের করোনা টেস্ট হয়েছে।
Post A Comment:
0 comments so far,add yours