ইলিশ ধরতে পাড়ি গভীর সমুদ্রে.
লকডাউনের জেরে দীর্ঘদিন বন্ধ থাকার পর, আজ থেকে শুরু হচ্ছে সমুদ্রে মাছ ধরা। রুপোলি শস্যের খোঁজে গভীর সমুদ্রে পাড়ি দিলেন দক্ষিণ ২৪ পরগনার মত্স্যজীবীরা। লকডাউনের জেরে বন্ধ হয়ে যায় মাছ ধরা। পাশাপাশি, প্রজননের জন্য ১৫ এপ্রিল থেকে ১৪ জুন পর্যন্ত ইলিশ ধরায় সরকারি বিধিনিষেধ রয়েছে। করোনা আবহে মত্স্যজীবীদের সমুদ্র-যাত্রা শুরু হলেও, নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা। জেলার মোট ৯টি জায়গায় মত্স্যজীবীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। থার্মাল স্ক্যানার দিয়ে শরীরের তাপমাত্রা মেপে দেখার পাশাপাশি করা হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা। শারীরিক সমস্যা না থাকলে, দেওয়া হচ্ছে ফিট সার্টিফিকেট। সেই ছাড়পত্র দেখালে ট্রলারে ওঠার অনুমতি মিলছে মত্স্যজীবীদের। মাস্ক পরা বাধ্যতামূলক। মত্স্য দফতরের নির্দেশ, প্রতিটি ট্রলারে পর্যাপ্ত পরিমাণ সাবান রাখতে হবে।
Post A Comment:
0 comments so far,add yours