একসময় ছিল না মাথা গোঁজার ছাদ, সেই মনোজই এখন প্রতিমাসে কিনতে পারেন দু-দুটো বাড়ি! কীভাবে পাল্টাল জীবন?
ঠিক কত বাড়ি ভেঙেছে মুর্শিদাবাদ, সামনে এল সংখ্যাটা
জানালা দিয়ে ঢুকে ব্লেড দিয়ে কাপড় কেটে ধর্ষণের চেষ্টার অভিযোগ
ক্ষতি হবে ১৩ হাজার কোটির! এবার ‘সন্ত্রাসে মদত জোগানোর’ ঠেলা বুঝবে পাকিস্তান, মোক্ষম জবাব ভারতের
এবার জম্মু-কাশ্মীরে সেনা নার্সিং কলেজের ওয়েবসাইট হ্যাক করল পাকিস্তানের হ্যাকাররা
১ জুলাই থেকে বদলে যেতে পারে ব্যাংকের বেশ কিছু নিয়মকানুন। এর মধ্যে রয়েছে মিনিমাম ব্যালান্স, বিনা চার্জে এটিএম থেকে টাকা তোলার নিয়মও।
দেশ করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে গত ২৪ মার্চ বেশকিছু আর্থিক পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আয়কর, জিএসটি, কাস্টমস ডিউটি ও ব্যাঙ্ক ক্ষেত্রে বেশকিছু ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী। ছাড় দেওয়া হয়েছিল ব্যাঙ্কে মিনিমান ব্যালান্স রাখার নিয়ম ও এটিএম থেকে টাকা তোলার নিয়মেও। ওই ছাড়ের মেয়াদ ছিল ৩ মাস। অর্থাত্ আগামী ৩০ জুন তা শেষ হচ্ছে।
অর্থমন্ত্রীর ঘোষণা ছিল
১. যে কোনও ব্যাঙ্কের এটিএম থেকে বিনা চার্জে ৩ মাস টাকা তোলা যাবে।
২. মিনিমাম ব্যালান্সের সীমা থাকবে না।
৩. ডিজিটার লেনদেনের ক্ষেত্রে চার্জ কম করা হবে।
এখন ওইসব ছাড়ের মেয়াদ যদি সরকার না বাড়ায় তাহলে ফিরবে আগের নিয়ম। ফলে এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে ফের বিধিনিষেধ জারি হবে। নির্দিষ্ট সংখ্যকবারই বিনা চার্জে টাকা তোলা যাবে। মিনিমাম ব্যালান্স আগের নিয়মেই রাখতে হবে। তা না করলেই জরিমানা কাটা হতে পারে।
Post A Comment:
0 comments so far,add yours