আমরা একটু অন্য ভাবে ভাবছিলাম... মানে  আমি আর Sankalan ।
 দীর্ঘ লকডাউনে বিপর্যস্ত মানুষগুলো যখন গুটি গুটি করে পেশায় ফিরছিল মূর্তিমান বিভীষিকা হয়ে উম্পুন আছড়ে পড়লো এই প্রান্তিক জেলেদের  জীবনে ।
 ঘরবাড়ি  গেল সঙ্গে মাছ ধরার জাল গুলোও হল ক্ষতিগ্রস্ত। তখন সবে সরকারী এবং বেসরকারী রিলিফ আসতে শুরু করেছে এবং জীবনধরনের প্রাথমিক চাহিদা টুকু পুরণ হচ্ছে। তখন আমাদের ভাবনায় এলো, চলো আমরা এই মানুষ গুলোকে আবার পেশায় ফিরতে সাহায্য করি ।
এদের মাছ ধরার জাল গুলো কে সারাতে সাহায্য করি । এই ভাবনায় শীলমোহর দিল সংকলনের দীর্ঘ দিনের বন্ধু Prantik এবং পাশে এসে দাঁড়ালো মুম্বাই এর প্রবাসী বাঙালিদের এসোসিয়েশন 'কৃষ্টি' । কাজটা শুরু হয়ে গেছে। 
আজ আমরা জেনেছি ডীজেলের  ঊর্ধ্বমুখী দাম এখন এই জীবিকার প্রধান অন্তরায় । সংকলনের তত্ত্বাবধানে  ইতিমধ্যে 'রসেবসে' (fb group) এদের জন্য  তহবিল গঠন করেছে । হাঁ...এদের এক মাসের জন্য 25 পার্সেন্ট ভর্তুকি যুক্ত ডীজেল দিতে পারবো আমরা। শীলমোহরের অপেক্ষায়। 
Abhijit ইতিমধ্যে পাথর প্রতিমার দূর্বাচটিতে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে। ভীষণ উৎসাহে অপেক্ষা করছে এদেরও পাশে থাকবে বলে। ভীষণ ভীষণ ভালো লাগছে  ।
লেখা : সতিনাথ পাত্র মহাশয়
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours