১০০ টি পরিবারের হাতে পলিথিন ত্রিপল বিলি -বন্টন কুলতলীর গোপালগঞ্জ
"আমফন সুপার সাইক্লোন "-এ বিধস্ত কুলতলীর গোপালগঞ্জ গ্রামপঞ্চায়েতের পঞ্চায়েত বাজারে ১০০ টি পরিবারের হাতে পলিথিন ত্রিপল বিলি -বন্টন করা হয় | কলকতার নাকতলা "পুষ্টি "-সংস্থার কর্ণধার ডাঃ সিদ্ধার্থ মুখার্জীর সহযোগিতায় ঐ ত্রিপল মানুষের হাতে তুলে দেন জেলা পরিকল্পনা ও সুন্দরবন উন্নয়ন পর্ষদের সদস্য গোপাল মাঝি | উপস্থিত ছিলেনউপ -প্রধান রাম বৈদ্য, পঞ্চায়েত সদস্য যথাক্রমে দেবাশীষ নস্কর, কারিমা মোল্লা, মোনরঞ্জন হালদার, সিরাজ মোল্লা, জাকির মোল্লা, বিশিষ্ট সমাজসেবী সুধর হালদার, শাহাদাৎ শেখ, অর্জুন কৃষ্ণ বায়েন, আশীষ দাস, সিদ্দিক খাঁন, শিক্ষক রইচআলী খাঁন প্রমুখ |
YoyTube : https://youtu.be/OsnGW2cykPU
Post A Comment:
0 comments so far,add yours