আজইমরশুমের প্রথম ইলিশ ঢুকল বাজারে। দীর্ঘ প্রতীক্ষার শেষে কয়েক হাজার ট্রলার গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল মাছ ধরতে।
• আজই প্রথম ডায়মন্ড হারবার, নগেন্দ্র বাজারের মাছের বাজারে প্রায় কুড়ি টন ইলিশ মাছ ঢুকেছে।
অন্যদিকে, মাঝপথেই ফিরতে হয়েছে কাকদ্বীপের ম‍ৎস্যজীবীদের । ইলিশ ধরতে গিয়েও ফিরে এলেন খারাপ আবহাওয়ার জন্য ফিরতে বাধ্য হলেন ম‍ৎস্যজীবীরা ।
 লকডাউন যেন শাপে বর হয়েছে ইলিশ প্রিয় বাঙালির জন্য । লকডাউন আর আমফানে দীর্ঘ সময় মাছ ধরা বন্ধ থাকার কারণে এ বছর খোকা ইলিশ প্রায় ধরাই হয়নি । ফলে ইলিশের সাইজ আর স্বাদ সবটাই পরিপূর্ণ রয়েছে ।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours