বক্সা ব্যাঘ্রপ্রকল্পে আবারও হাতির খুন! বিদ্যুতের তার দিয়ে মারা হয়েছে


ইচ্ছাকৃত ভাবে একটি ৪০ বছরের পূর্ণবয়স্ক হাতিকে বিদ্যুৎ পৃষ্ট করে হত্যা করা হয়েছে। Chip Wildlife Wadent Ravikant Sinha / চিপ ওয়াইল্ড লাইফ ওয়াডেন্ট রবিকান্ত সিনহা সূত্রে খবর : ৭ দিনের মধ্যে দ্বিতীয় বার ডুয়ার্সের বক্সা ব্যাঘ্রপ্রকল্পে আবারও হাতির দেহ উদ্ধার করলো বনদপ্তর। মারাখাটা বিটের কাঞ্চি বাজার এলাকায় মৃত হাতির দেহটি দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। যে চাষের জমিতে হাতিটিকে দেখতে পাওয়া যায়, সেই জমির মালিককে গ্রেপ্তার করা হয়েছে।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours