মন্দারমনিতে তিমি! না কোনও গাঁজাখুরি গল্প নয়। বাস্তব। মন্দারমণির সমুদ্রসৈকতে ক্যামেরাবন্দি হল তিমি।
লম্বায় প্রায় ৩৫ ফিট, চওড়ায় ১০ ফিট! বিশালাকার একটি মৃত তিমির দেখা মিলল মন্দারমণিতে । 
এটি হাম্পব্যাক প্রজাতির তিমি বলে জানা গিয়েছে। খানিকটা ব্যাঙাচির মতো দেখতে তিমিটি। 
৩৫ ফিট লম্বা, ১০ ফিট চওড়া হাম্পব্যাক প্রজাতির বিশালাকার তিমিটি ওজনে প্রায় দেড় টন।
এমনকি তাঁদের মতে, এই ধরনে তিমি বঙ্গোপসাগরেও সচরাচর দেখা যায় না । 
দিঘার জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়র তরফে প্রাথমিকভাবে বলা হয়েছে, খাদ্যাভাবেই হয়তো উপরের দিকে উঠে এসেছে তিমিটি। 
পাশাপাশি, ট্রলার, জাহাজ তেমন না চলায় সমুদ্র এখন দূষণমুক্ত।
এছাড়া গভীর সমুদ্রে ঘনঘন প্রাকৃতিক দুর্যোগও তিমির উপরে উঠে আসার কারণ হয়ে থাকতে পারে। 
সমুদ্রের গভীরে ভূতাত্ত্বিক প্লেটের কম্পনের ফলেও তিমিটি উঠে আসতে পারে বলে মনে করছে দিঘা সায়েন্স সেন্টার। 
প্রসঙ্গত, ২০১২ সালে দিঘা মোহনার সৈকতে মৃত নীল তিমি এসে ঠেকেছিল। 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours