৩০,০০০/- টাকার চেক নামখানা ব্লকের অঙ্গন কর্মী ও সহায়িকা বৃন্দ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দিলেন । 
সারা  বিশ্ব করোনা ভাইরাসে আক্রান্ত, বর্তমানে আমাদের রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত ১৪ হাজার ৭২৮ জন।  মৃত্যু হয়েছে ৫৮০ জন, সুস্থ হয়েছেন ৯ হাজার ২১৮ জন। আমরা নামখানা ব্লকের অঙ্গন কর্মী ও সহায়িকা বৃন্দ উপস্তিত হয়েছিলেন, নামখানা সুসংহত শিশু বিকাশ বা সেবা প্রকল্পের কার্য্যালয়ে , উপস্তিত রয়েছেন আমাদের আধিকারিক মহাশয় মনিনীয় বিশ্বরূপ দাস মহাশয়, নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ অঞ্চল, হরিপুর অঞ্চল, মৌসুনি অঞ্চল, নারায়ন পুর অঞ্চলের কর্মী ও সহায়িকা দের পক্ষ থেকে মাননীয় আধিকারিক মহাশয়ের হাতে ৩০,০০০/- টাকা চেক তুলে দেন।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours