০৭/০৬/২০ তারিখ গ্যাস্ট্রোএন্টারোলজির ভারতীয় সংঘ সুন্দরবন পুলিশ জেলার সহযোগিতায় পশ্চিমবঙ্গ অধ্যায় (আইএসজি) পাথরপ্রতিমা থানার আওতাধীন পশ্চিম দ্বারিকাপুর এফপি স্কুলে দরিদ্র ও আম্ফান ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের (প্রধানত উপজাতীয়) জন্য একটি কমিউনিটি কিচেন শুরু করে। এই রান্নাঘরটি ১ মাস অবধি চলবে এবং এখানে প্রতিদিন ১০০০ জন লোককে খাওয়ানো হবে। এসডিপিও, কাকদ্বীপ, শ্রী অনিল কুমার রায়, সিআই, কাকদ্বীপ, শ্রী শুভব্রত ঘোষ, পাথরপ্রতিমা থানার ভারপ্রাপ্ত আধীকারিক শ্রী সলিল কুমার মন্ডল, শ্রী প্রিয়া মাঝি, কর্মাধাক্ষ্যা, পাথরপ্রতিমা পঞ্চায়েত সমিতি, জিপি সদস্য, শ্রীমতী লক্ষ্মী দাস, ডাঃ কল্যাণ বোস, আইএসজির সভাপতি, এসএসকেএম এবং কলকাতার অন্যান্য গুরুত্বপূর্ণ হাসপাতালের সাথে সংযুক্ত
ডঃ এন পি বহিদার, ডাঃ সত্যপ্রিয়া দে সরকার, ডাঃ অভিমন্যু, ডাঃ সুদীপ্ত ঘোষ, ডঃ সোমনাথ মুখোপাধ্যায় এবং অংশ নিয়েছিলেন। এই উদ্যোগটি সমস্ত ক্যাটাগরির লোকেরা দ্বারা প্রশংসা পেয়েছে। সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার, শ্রী বৈভব তিওয়ারি, আইপিএস ভারতীয় গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির সমস্ত সদস্য এবং স্থানীয় লোকের কাছে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। ডাঃ অভিজিৎ চৌধুরী, বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট এবং অ্যাসোসিয়েশনের সেক্রেটারি যারা বিশেষভাবে কমিউনিটি কিচেনের জন্য আমাদের সাথে সময়ে সময়ে সমন্বয় সাধন করেছেন তার জন্য বিশেষ ধন্যবাদ জানানো হচ্ছে।
7.6.20 Indian society of gastroenterology . West Bengal chapter(ISG) in association with Sundarban Police District started a community kichen for poor and Amphan cyclone affected prople ( Mainly tribal people)at Pashchim Dwarikapur FP School under Patharpratima PS. This kitchen will continue for 1 month and daily 1000 people will be fed here. Sri Anil Kumar Roy, SDPO, Kakdwip, Sri Subhabrata Ghosh, CI, Kakdwip, Sri Salil kr Mondal, OC,Patharpratima PS, Sri Priya Majhi, Karmadhakshya, Patharpratima Panchayat Samity, Smt Laxmi Das, GP member, Dr Kalyan Bose, President of ISG,
Dr N P Bohidar, Dr Satyapriya De Sarkar, Dr Abhimanyu, Dr Sudipta Ghosh, Dr Somnath Mukherjee who are attached to SSKM and other important Hospitals of Kolkata attended. This initiative has highly been appreciated by the people of all catagory. Sri Vaibhav Tiwari, IPS, SP, Sundarban Police District has conveyed thanks and gratitude to all members of Indian Society of Gastroenterology and local people. Special thanks to Dr Abhijit chowdhury, eminent gastroenterologist and Secretary of the Association who coordinated with us time to time for the community kichen.
Post A Comment:
0 comments so far,add yours