আজ 5 ই জুন শুক্রবার, দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতে CHANGE INITIATIVE উদ্যোগে ও কাকদ্বীপ প্রশাসনের সহযোগিতায়, ওই এলাকার যে সমস্ত পরিবার গুলি গত কয়েকদিন আগে ঘটে যাওয়া বিধ্বস্ত ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবে এবং মারণ ভাইরাস করোনায় প্রচন্ড ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত পরিবার গুলির জন্য একটি ত্রাণ শিবিরের ব্যবস্থা করা হয়। এই ত্রাণ শিবিরে উপস্থিত ছিলেন CHANGE INITIATIVE এন.জি.ও এর কর্মকর্তারা এবং কাকদ্বীপ থানার আইসি মাননীয় সুদ্বীপ সিংহ মহাশয়। এই ত্রাণ শিবিরে দুর্গতদের উন্নত মানের খাদ্য ও গৃহ সামগ্রী দেওয়া হয়।
আজ যেহেতু 5 ই জুন অর্থাৎ বিশ্ব পরিবেশ দিবস সেই উপলক্ষে সমস্ত দুর্গতদের হাতে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয় এবং তাদের গাছটির পরিচর্চার নানা বিধিনিষেধ বলে দেওয়া হয়।তাছাড়াও ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের প্রাঙ্গণে এন.জি.ও এর কর্মকর্তা এবং কাকদ্বীপ পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে একটি চারা গাছ রোপণ করা হয়।
Post A Comment:
0 comments so far,add yours