ভট্টাচার্য পাড়া আশার আলো এন. জি.ও (বেহালা, কলকাতা) - এর তরফ থেকে কাকদ্বীপ প্রশাসনের সহায়তায় বুধখালী গ্রামপঞ্চায়েতের বিশালক্ষী পুর অগ্রণী সংঘের মাঠে আজ ৩০০ পরিবারের হাতে তিরপল, হরলিক্স, দুধ, মাস্ক, বিস্কুট ইত্যাদি তুলে দেন।

৩/৬/২০ তারিখ কাকদ্বীপ থানার অধীন বিজয়ক্ষ্মীপুরে সুন্দরবন পুলিশ জেলা সমর্থিত কলকাতা ভিত্তিক একটি এনজিও "ভট্টাচার্জীপাড়া আশার আলো" এর সহায়তায় একটি ত্রাণ শিবিরের আয়োজন করা হয়েছিল। ৩০০ টি পরিবারের মধ্যে ভাল মানের ত্রিপল, শিশু খাদ্য, হরলিক্স, ওআরএস, মুখোশ বিতরণ করা হয়েছে। সুন্দরবন পুলিশ জেলার ডিআইএসপি ট্রাফিক শ্রী অজয় দে, এনজিওর মল্লিকা রায়চৌধুরী মজুমদার, কাকদ্বীপ থানার আইসি, শ্রী সুদীপ সিং, অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার শ্রী বৈভব তিওয়ারি, আইপিএস সুন্দরবন পুলিশ জেলার আঞ্চলিক ক্ষতিগ্রস্থ মানুষের জন্য এই দুর্দান্ত কাজ করার জন্য পুলিশকে জড়িত করার জন্য আয়োজককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। অন্যদিকে বারুইপুরের একটি এনজিও সাগর থানার সহায়তায় মুরিগঙ্গায় একটি ত্রাণ বিতরণ শিবিরের আয়োজন করেছিল। তারা ৫০০ টি আম্ফান আক্রান্ত পরিবারের মধ্যে ১৫ কেজি চাল, ৫ কেজি আশির্বাদ আটা, ১ কেজি সালোনি সরিষার তেল ও ২৫ টি মারগো নিম সাবান, পাঁচটি করে মাস্ক বিতরণ করেছেন।

3.6.20 a relief camp was organised at Bisalaxmipur under PS Kakdwip with the help of "Bhattacharjeepara Ashar Alo" one Kolkata based NGO,supported by Sundarban Police District.  Good quality tarpaulin, baby food, horlicks, ORS,masks were distributed among 300 families.Mallika Roy Chowdhury  Majumdar of the  NGO, Sri Ajoy Dey, DySP Traffic, Sundarban Police District and Sri Sudip Singh, IC, Kakdwip PS attended the programme. Sri VaibhavTiwari, IPS conveyed  thanks and gratitude to the organizer to involve Police in doing this great job for amphan affected people of Sundarban Police District. And "Pally Unnayan Samittee" an NGO of Baruipur has also organised  a relief distribution camp with the assistence of Sagar PS at Muriganga 1. They distributed 15 kgs of rice,5 Kgs of Asirbad atta,1 kgs of Saloni mustard oil, 25 pieces of Margo neem soap, 5 pieces of musk each among 500 amphan affected  families .


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours