দেশে ফের বাড়ল লকডাউনের মেয়াদ। তবে কনটেনমেন্ট জোন ছাড়া অন্যত্র লকডাউনের নিয়মকানুন অনেকটাই শিথিল করা হয়েছে। এই মুহূর্তে দেশে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৮৩ হাজার ১৪৩। মৃত্যু হয়েছে ৫,১৬৪ জনের। বিশ্বের করোনা পরিসংখ্যানের নিরিখে ভারত এখন নবম স্থানে। এই মুহূর্তে বাংলাতে করোনা আক্রান্তের সংখ্যা ৫,১৩০। মৃত বেড়ে দাঁড়িয়েছে ২৩৭।করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:বেলা ১১.৪০: জম্মু কাশ্মীরে করোনায় আক্রান্ত এক আমলা।
বেলা ১১.০০: শুরু প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’। প্রধানমন্ত্রীর কথায়, সেবাই প্রধান ধর্ম।
বেলা ১১.০০: শুরু প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’। প্রধানমন্ত্রীর কথায়, সেবাই প্রধান ধর্ম।
- অন্য দেশের তুলনায় ভারতে করোনার সংক্রমণ হার ও মৃত্যুহার অনেকটাই কম।
- সেবা প্রধান ধর্ম। বহু মানুষ নিজের সবকিছু মানুষের সেবা করছেন।
- সংকটের সময় দেশবাসী নতুন নতুন আবিষ্কার করছেন।
- গোটা পরিস্থিতির সবচেয়ে মারাত্মক প্রভাব পড়েছে পরিযায়ী শ্রমিকদের উপর। গোটা দেশ তাঁদের কষ্ট দেখে কাঁদছে।
- আয়ুর্বেদ ও যোগাভ্যাস করছে গোটা বিশ্ব। আয়ুশ মন্ত্রকের তরফে ‘মাই লাইফ, মাই যোগ’ চালু করেছে। এই অনলাইন প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন সকলে। বিশ্বনেতারা এ বিষয়ে যোগাভ্যাস
- আয়ুষ্মান ভারত গরীব মানুষের অর্থ বাঁচিয়েছে।
- আমফানে বিধ্বস্ত বাংলা ও ওড়িশা। চাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে। দুই রাজ্যের মানুষের সাহসিকতার প্রশংসা।
বেলা ১০.৪৫: মুর্শিদাবাদে রবিবার নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ১১।
সকাল ১০.০০ : দিল্লিতে আরও এক পুলিশ কর্মী র মৃত্যু।
সকাল ৯.৪০: দেশে একদিনে আক্রান্তের সংখ্যা দশ হাজার ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সংক্রমিত হলেন ৮,৩৮০ জন। ফলে দেশে করোনা পজিটিভের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৮৩,১৪৩ জন। একই সময় দেশে মৃত্যু হয়েছে ১৯৩ জনের। ফলে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ১৬৪ জন।
সকাল ৮.৪৫: দক্ষিণ দিনাজপুরে নতুন করে ৯ জন করোনা পজিটিভ। বালুরঘাট ১, হরিরামপুর ৮ জন। এ জেলায় সব মিলিয়ে করোনা পজিটিভ ১৬ জন।
সকাল ৮.২৩: আজ প্রধানমন্ত্রী মন কি বাত। লকডাউন৫.০ নিয়ে দিতে পারেন বার্তা।
সকাল ৮.২৩: আজ প্রধানমন্ত্রী মন কি বাত। লকডাউন৫.০ নিয়ে দিতে পারেন বার্তা।
সকাল ৮.২০: কর্ণাটকের স্বাস্থ্যকর্মীদের অবসর নেওয়ার সময়ের মেয়াদ আরও এক মাস বাড়ানো হল।
সকাল ৮.১৫: আমেরিকায় গত ২৪ ঘণ্টায় ৯৬০ জনের মৃত্যু হয়েছে। ফলে সে দেশে আক্রান্তের সংখ্যা প্রায় ১৭ লক্ষ ৭০ হাজার ছুঁইছুঁই। মৃত্যু হয়েছে ১ লক্ষ ৩ হাজার ৭৬৮ জন।
সকাল ৮.১৫: আমেরিকায় গত ২৪ ঘণ্টায় ৯৬০ জনের মৃত্যু হয়েছে। ফলে সে দেশে আক্রান্তের সংখ্যা প্রায় ১৭ লক্ষ ৭০ হাজার ছুঁইছুঁই। মৃত্যু হয়েছে ১ লক্ষ ৩ হাজার ৭৬৮ জন।
সকাল ৮.০০: আজ চতুর্থ লকডাউনের শেষ দিন।ইতিমধ্যে লকডাুউনের মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। লকডাউন ৫.০’র নয়া নিয়মকানুনও ঘোষণা করা হয়েছে।
Post A Comment:
0 comments so far,add yours