দক্ষিণ 24 পরগনার সাগরদ্বীপের ছোট্ট মেয়ে সঞ্চিতা পাত্র যে একজন থ্যালাসেমিয়া রোগী ।
গত 27-5-2020 তারিখে খুব সিরিয়াস অবস্থায় কাকদ্বীপ হসপিটালে এডমিট হয় এবং খুব আর্জেন্ট o+ গ্রুপের রক্তের প্রয়োজন হয় . তার বাবা-মা দিশেহারা হয়ে কাকদ্বীপ থানায় আসে এবং কাকদ্বীপ থানার IC Mr. Sudip Singha এর কাছে সবকিছু জানায়।
যখন ASI Mr. Swakat Ali Sanpui খবরটি জানতে পারেন তখন উনি জানান ওনার ব্লাড গ্রুপ O+ এবং সাথে সাথে কাকদ্বীপ থানার IC Mr. Sudip Singha কাকদ্বীপ Hospital সুপারের সাথে কথা বলে সঞ্চিতার রক্তের প্রয়োজন মেটানোর ব্যবস্থা করে দেন এবংআজ ছোট্ট সঞ্চিতা সম্পূর্ণ সুস্থ এবং সম্পূর্ণ বিপদমুক্ত । #Thank_You_Sir
আমি কাকদ্বীপের একজন বাসিন্দা...কাকদ্বীপ হাসপাতালের অনেক কাছেই আমার বাড়ি..ওই মেয়েটার যদি দ্বিতীয়বার রক্ত লাগে তবে আমায় জানাবেন আমি রক্ত দেবো.. আমারও O+... আমার contact:- 9609023955
ReplyDelete