৫৭ টি সংস্থা চিনের থেকে সড়িয়ে নিয়ে আসার পরিকল্পনা চালাচ্ছে জাপান। এবার চিন থেকে মুখ ফিরিয়ে নিল জাপানও। চলতি বছর যেন আঁধার নেমে এসেছে চিনের বুকে। ইতিমধ্যেই ভারত ৫৯ টি চিনা অ্যাপ বাতিল করায় জোর ধাক্কা খেয়েছে চিন।

কিছুদিন আগেই লাদাখ সীমান্তে ভারত চিন সংঘর্ষে ২০ জন ভারতীয় জাওয়ান শহীদ হয়েছিলেন। আর তারপর থেকেই ক্ষোভে ফুঁসছিল গোটা দেশ। এরপরেই ৫৯ টি চিনা অ্যাপ বাতিল করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। এরপর সেই পথে হাঁটার সিদ্ধান্ত নেয় আমেরিকাও। আর এবার পালা জাপানের।

চিনের একচেটিয়া আধিপত্য মানতে নারাজ কোন দেশ। ইতিমধ্যেই চিনের সাথে অনেক দেশের সংঘাত তৈরি হয়েছে। এবার প্রতিটা দেশ চিনের বিরুদ্ধে দাগল ‘না’। ভারত – আমেরিকার পর এবার সেই পথে হাঁটছে জাপান। শুধু জাপানিই মায়ানমার, থাইল্যান্ড, মায়ানমার, দক্ষিন পূর্ব এশিয়া, ভিয়েতনাম দেশ গুলিও তাদের ব্যবসা চিন থেকে গুটিয়ে নিতে পদক্ষেপ গ্রহণ করেছে।

এবার জাপান সরকার আর কোনোভাবেই চাইছে না চিনে তাদের সংস্থা থাকুক। সংস্থা গুলোকে বিশেষ সুবিধা ও আরও উন্নত করার জন্য পরিকাঠামো ঠিক করার জন্য ৫৩.৬ কোটি ডলার খরচ করার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours