WEATHER

Top News


ভোটের আগেই, ফলাফল প্রকাশের আগেই কেন পরের পরিকল্পনা? মোদী উল্লেখ করেন, গুজরাটে মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি দেখেছেন, ভোটের সময় সরকারি অফিসাররা ডিউটিতে চলে যান, ফলে প্রসাশনিক কাজে ব্যাঘাত ঘটে। তাই তিনি ভোটের আগে থেকেই আধিকারিকদের কাজ ঠিক করে দেন।

 লক্ষ্য ২০৪৭, AI-এর সাহায্য নিয়ে সব পরিকল্পনা করে ফেলেছেন প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদী (ফাইল ছবি)


নয়া দিল্লি: ২০২৪-এর লোকসভা নির্বাচন আসন্ন। কিন্তু ২০৪৭ সাল পর্যন্ত সব পরিকল্পনা তৈরি করেছেন প্রধানমন্ত্রী। সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে সেই পরিকল্পনার কথাই জানালেন তিনি। ভোট প্রচারে গিয়ে মোদী বারবার বলেছেন ‘ট্রেলার’ দেখানোর কথা। তবে সেই ট্রেলারে ভয় পাওয়ার কোনও কারণ নেই বলেই উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। তিনি জানান, দেশের স্বার্থেই যা করার করবেন তিনি।


মোদী বলেন, আমি যখন কোনও বড় পরিকল্পনার কথা বলব, তখন কেউ ভয় পাবেন না। আমি কাউকে ভয় দেখানোর জন্য কোনও সিদ্ধান্ত নিই না। আমি দেশের সার্বিক উন্নয়নের জন্যই সিদ্ধান্ত নিই। আমি মনে করি না যে আমি সব কাজ করে ফেলেছি, আমি শুধু চেষ্টা করেছি। এখনও অনেক কিছু করার আছে। তিনি উল্লেখ করেন, সব পরিবারের স্বপ্ন সত্যি করাই তাঁর লক্ষ্য, তাই ট্রেলারের কথা বলেছেন তিনি।

কিন্তু ভোটের আগেই, ফলাফল প্রকাশের আগেই কেন পরের পরিকল্পনা? মোদী উল্লেখ করেন, গুজরাটে মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি দেখেছেন, ভোটের সময় সরকারি অফিসাররা ডিউটিতে চলে যান, ফলে প্রসাশনিক কাজে ব্যাঘাত ঘটে। তাই তিনি ভোটের আগে থেকেই আধিকারিকদের কাজ ঠিক করে দেন। মোদী বলেন, আমি অফিসারদের কাজ নির্ধারণ করে দিয়ে বলি, এটা পরবর্তী সরকারের জন্য করবেন। তাই আমি ১০০ অন্তত দিনের পরিকল্পনা আগে থেকে করে রাখি।


কলকাতায় বেহালা ফ্লাইং ক্লাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারে 'আয়কর অভিযান' ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। তারপর সোমবার সকালে আবার রাহুল গান্ধীর কপ্টারে কমিশনের ফ্লাইং স্কোয়াডের তল্লাশি সেই বিতর্কে আরও ঘৃতাহুতি দেয়। বিতর্কের জল বেশি দূর গড়ানোর আগেই এবার পদক্ষেপ করে ফেলল কমিশন। নীলগিরির ঘটনায় এবার ফ্লাইং স্কোয়াডের টিম লিডারকে সাসপেন্ড করল কমিশন।


সিলেকটিভ চেকিং'! রাহুলের কপ্টারে তল্লাশি চালিয়ে সাসপেন্ড টিম লিডার
রাহুল গান্ধী। ফাইল চিত্র।


তামিলনাড়ু: নীলগিরির ঘটনায় এবার পদক্ষেপ করল জাতীয় নির্বাচন কমিশন। সোমবার সকালে নীলগিরিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কপ্টারে তল্লাশি চালিয়েছিল কমিশনের ফ্লাইং স্কোয়াডের একটি দল। সেই ঘটনার প্রেক্ষিতে এবার ফ্লাইং স্কোয়াডের টিম লিডারকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। গতকাল কলকাতায় বেহালা ফ্লাইং ক্লাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারে ‘আয়কর অভিযান’ ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। তারপর সোমবার সকালে আবার রাহুল গান্ধীর কপ্টারে কমিশনের ফ্লাইং স্কোয়াডের তল্লাশি সেই বিতর্কে আরও ঘৃতাহুতি দেয়। বিতর্কের জল বেশি দূর গড়ানোর আগেই এবার পদক্ষেপ করে ফেলল কমিশন। নীলগিরির ঘটনায় এবার ফ্লাইং স্কোয়াডের টিম লিডারকে সাসপেন্ড করল কমিশন।


সোমবারই নির্বাচন কমিশনের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে কোনও রাজনৈতিক নেতার নাম উল্লেখ না করলেও, নীলগিরির ঘটনার প্রেক্ষিতে কমিশনের পদক্ষেপের কথা জানানো হয়েছে। নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে, একজন ‘প্রমিনেন্ট লিডারের’ ক্ষেত্রে সিলেকটিভ চেকিং আর কর্তব্য গাফিলতির কারণে এই পদক্ষেপ করা হয়েছে ফ্লাইং স্কোয়াডের ওই টিম লিডারের বিরুদ্ধে। কমিশনের তরফে আরও জানানো হয়েছে, নীলগিরির ঘটনা ছাড়াও গোটা দেশে প্রায় ১০৬ জন সরকারি কর্মচারীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে তারা। ওই ১০৬ জনের বিরুদ্ধে রাজনৈতিক নেতা-নেত্রীদের প্রচারে সাহায্য করার অভিযোগ উঠেছিল বলে জানাচ্ছে কমিশন।


উল্লেখ্য, গতকাল দুপুরে কলকাতায় বেহালা ফ্লাইং ক্লাবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারের ট্রায়াল রান চলছিল। ঠিক সেই সময়েই আয়কর দফতরের একটি টিম সেখানে অভিযান চালায় বলে দাবি তৃণমূলের। সেই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। আজ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়ও এই নিয়ে সরব হয়েছেন।
১৯ এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণ পর্ব রয়েছে। এখনও পর্যন্ত যা খবর, ভোটের দু'দিন আগে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে থাকবেন কমিশনের দুই বিশেষ পর্যবেক্ষক। তারপর ভোটগ্রহণ পর্বের দিন কোচবিহারে থাকবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন ওই দুই বিশেষ পর্যবেক্ষক। সূত্র মারফত তেমনই জানা যাচ্ছে।

 কমিশনের পাখির চোখ নিশীথের জেলা, গ্রাউন্ড জিরো থেকে নজর রাখবেন বিশেষ পর্যবেক্ষকরা
প্রতীকী ছবি

কলকাতা: লোকসভা ভোটের প্রথম দফার প্রচার এখন লাস্ট ল্যাপে। স্লগ ওভারে ঝড় তুলতে ব্যস্ত সব রাজনৈতিক দলগুলি। প্রথম দফার ভোটে বাংলার তিন আসনে বিশেষ নজর রাখছে নির্বাচন কমিশনও। ভোটের মুখে কমিশনের পাখির চোখ কোচবিহার। প্রথম দফায় ভোট রয়েছে, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে। কমিশন সূত্রে খবর, তিন লোকসভা আসনের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে কোচবিহারেই। ভোটগ্রহণ পর্বের দিন সেখানেই দুই বিশেষ পর্যবেক্ষক রাখছে নির্বাচন কমিশন।


আগামী ১৯ এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণ পর্ব রয়েছে। এখনও পর্যন্ত যা খবর, ভোটের দু’দিন আগে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে থাকবেন কমিশনের দুই বিশেষ পর্যবেক্ষক। তারপর ভোটগ্রহণ পর্বের দিন কোচবিহারে থাকবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন ওই দুই বিশেষ পর্যবেক্ষক। সূত্র মারফত তেমনই জানা যাচ্ছে।


উল্লেখ্য, এর আগে লোকসভা ভোট কিংবা বিধানসভা নির্বাচনের সময় পর্যবেক্ষকরা ভোটের দিন দূর থেকেই অপারেশন চালাতেন। জানা যাচ্ছে, এই প্রথম ভোটগ্রহণ পর্বের দিন ওই জেলায় থাকতে চলেছেন কমিশনের পর্যবেক্ষকরা। এর আগে একুশের বিধানসভা ভোটের সময় তপ্ত হয়েছিল কোচবিহার। তারপর এবারও লোকসভা ভোটের আগে নিশীথ-উদয়ন দ্বৈরথ ঘিরে বার বার ঠোকাঠুকি লেগে রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের ব্যাখ্যা, এমন অবস্থায় এবার গ্রাউন্ড জিরোয় থেকে পরিস্থিতির উপর নজর রাখতে চাইছেন নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষকরা।

এপ্রিলের ১৯ তারিখ প্রথম দফার ভোটগ্রহণ। তার আগেই যে রেকর্ড অঙ্কের টাকা, সোনা-দানা, মদ বাজেয়াপ্ত হয়েছে, তা দেখে কার্যত চক্ষু-চড়কগাছ হওয়ারও জোগাড়। ১মার্চ থেকে ১৩ এপ্রিলের মধ্যে গোটা দেশে বাজেয়াপ্ত হয়েছে ৪ হাজার ৬৫৮ কোটি টাকার নগদ, মদ, সোনা-দানা, মাদক ও বিলি করার সামগ্রী। যা ৭৫ বছরের ইতিহাসে কমিশনের সর্বকালীন রেকর্ড।


প্রত্যেক দিন টানা ১০০ কোটি করে উদ্ধার! ভোটের মুখে সর্বকালীন রেকর্ড নির্বাচন কমিশনের
ভোটের আগে টাকা উদ্ধার (প্রতীকী ছবি)


কলকাতা: লোকসভা নির্বাচনের ৭৫ বছরের ইতিহাসে সর্বকালীন সেরা রেকর্ড গড়ল নির্বাচন কমিশন। ভোটের মুখে দেদার টাকা উড়ছিল চারদিকে। নগদ টাকা থেকে শুরু করে মদের বোতল, সোনা-দানা, মাদক, ভেট… রকমারি উপায়ে উড়ছিল টাকা। কিন্তু কমিশনের কড়া নজরদারিতে প্রতিদিন উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকার পাহাড়। কমিশনের হিসেব অনুযায়ী, ১ মার্চ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত টানা প্রত্যেক দিন ১০০ কোটি টাকার নগদ ও অন্যান্য জিনিসপত্র বাজেয়াপ্ত হয়েছে।


এপ্রিলের ১৯ তারিখ প্রথম দফার ভোটগ্রহণ। তার আগেই যে রেকর্ড অঙ্কের টাকা, সোনা-দানা, মদ বাজেয়াপ্ত হয়েছে, তা দেখে কার্যত চক্ষু-চড়কগাছ হওয়ারও জোগাড়। ১মার্চ থেকে ১৩ এপ্রিলের মধ্যে গোটা দেশে বাজেয়াপ্ত হয়েছে ৪ হাজার ৬৫৮ কোটি টাকার নগদ, মদ, সোনা-দানা, মাদক ও বিলি করার সামগ্রী। যা ৭৫ বছরের ইতিহাসে কমিশনের সর্বকালীন রেকর্ড। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় গোটা ভোট পর্বে উদ্ধার হয়েছিল ৩ হাজার ৪৭৫ কোটি টাকার সামগ্রী। আর এবার প্রথম দফার ভোট শুরুর আগেই তা ছাপিয়ে গিয়েছে উনিশ সালের ভোটের সামগ্রিক পরিসংখ্যানকে।

ECI Infographic
নির্বাচন কমিশনের দেওয়া পরিসংখ্যান

এই মার্চ থেকে ১৩ এপ্রিলের মধ্যে সব মিলিয়ে মোট ৩৯৫ কোটি নগদ টাকা পাওয়া গিয়েছে গোটা দেশ থেকে। সঙ্গে ৪৮৯ কোটি টাকার মদ, ২ হাজার ৬৮ কোটি টাকার মাদক, ৫৬২ কোটি টাকার সোনা-দানা ও ১ হাজার ১৪২ কোটি টাকার ভেট বাজেয়াপ্ত হয়েছে এই সময়ের মধ্যে।


এখনে আরও একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন, লোকসভা ভোটের বাদ্যি বাজার আগে থেকেই সজাগ নজরদারি চালিয়ে যাচ্ছিল নির্বাচন কমিশন। একেবারে ২০২৪ সালের শুরু থেকেই। এ বছরের শুরুতেই নির্বাচন কমিশনের পদস্থ অফিসাররা বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ঘুরে ঘুরে মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজিদের সঙ্গে বৈঠক করেছিলেন। ভোটের আগে টাকার অপব্যবহার বন্ধ করার গুরুত্ব নিয়ে আলোচনা করেছিলেন তাঁরা। তার ফলে গত জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে নগদ, মদ, সোনা-দানা, মাদক ও বিলি করার সামগ্রী মিলিয়ে ৭ হাজার ৫০২ কোটি টাকার সামগ্রী বাজেয়াপ্ত হয়েছিল। সেই অঙ্কটাও যদি যোগ করা হয়, তাহলে চলতি বছরের শুরু থেকে এপ্রিলের ১৩ তারিখ পর্যন্ত দেশজুড়ে মোট ১২ হাজার কোটি টাকার সামগ্রী বাজেয়াপ্ত হয়েছে।

মেকআপ আটিস্টের কাজের নামে বকখালীতে এনে ধর্ষণ মহিলার গ্রেপ্তার প্রোডাকশন ম্যানেজার। 




 14.04.24 তারিখ ভোরবেলা 02.30 নাগাদ ডানলপের একজন মেয়ে শুটিংয়ের জন্য মেকআপ আর্টিস্টের কাজে বকখালিতে আসে। তারপর তাদের প্রোডাকশন ম্যানেজার রাহুল ঘোষ তাকে হোটেল ব্লু মুনের একটি রুমে team এর সঙ্গে থাকতে রাজি করায়। ভোরবেলা প্রায় 03.00 নাগাদ মেয়েটি ক্লান্তির কারণে তন্দ্রা অনুভব করতে শুরু করে এবং রাহুল ঘোষের পাশে ঘুমিয়ে পড়ে। 

কিছুক্ষণ পরে তাকে জোর করে ধর্ষণ করে প্রোডাকশন ম্যানেজার রাহুল ঘোষ নরেন্দ্রপুর থানা এলাকায়। অভিযোগকারীর এই লিখিত অভিযোগের ভিত্তিতে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা, মামলা নং-35/24, তারিখ-14.04.24, U/S-376(1)/506 IPC দায়ের করা হয়েছে এবং তদন্তে নেমে পুলিশ রাহুল ঘোষকে গ্রেপ্তার করেছে এবং পাঁচদিনের পুলিশ হেফাজত চেয়ে আজ তাকে কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হচ্ছে।
ইতিমধ্যে ধর্ষিত মহিলার স্বাস্থ্য পরীক্ষাও হয়েছে।