WEATHER

Top News


 টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। মন্থর পিচ। বল নতুন থাকা অবস্থায় তবু শট খেলা যাচ্ছিল। চেন্নাই পর পর উইকেট হারিয়ে চাপে পড়ে। তাদের শট সিলেকশনও এর অন্যতম কারণ। মাত্র ৮৭ রানে ৪ উইকেট হারানোয় পরিকল্পনা বদলাতে হয় চেন্নাইকে। ব্যাটিংয়েই ইমপ্যাক্ট প্লেয়ার নামাতে হয়। সমীর রিজভিকে নামায় চেন্নাই সুপার কিংস। ৫ বলে ১ রানেই ফেরেন।

মন্থর পিচে চেন্নাইয়ের মান বাঁচাল 'তলোয়ার বাজি', ধোনির ৩০০-র বেশি স্ট্রাইকরেট
 
এই দৃশ্যটাই দেখতে চেয়েছিল লখনউ। শহরজুড়ে নানা হোর্ডিংয়ে ছয়লাপ। মন্থর পিচে শট খেলা সহজ ছিল না। ধোনি সাধ্যমতো চেষ্টা করলেন। কিন্তু ওয়াংখেড়েতে যে ভাবে মাত্র ৪ বলে ২০ রানের ইনিংস খেলেছিলেন, লখনউয়ের মাঠে তেমনটা সম্ভব ছিল না। শেষ ওভারে অবশ্য গিয়ার শিফ্ট করলেন। ধোনির ক্যামিও ইনিংস চেন্নাই সুপার কিংসকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দিয়েছে এটুকু বলা যায়। বিস্তারিত জেনে নিন এর এই প্রতিবেদনে।

টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। মন্থর পিচ। বল নতুন থাকা অবস্থায় তবু শট খেলা যাচ্ছিল। চেন্নাই পর পর উইকেট হারিয়ে চাপে পড়ে। তাদের শট সিলেকশনও এর অন্যতম কারণ। মাত্র ৮৭ রানে ৪ উইকেট হারানোয় পরিকল্পনা বদলাতে হয় চেন্নাইকে। ব্যাটিংয়েই ইমপ্যাক্ট প্লেয়ার নামাতে হয়। সমীর রিজভিকে নামায় চেন্নাই সুপার কিংস। ৫ বলে ১ রানেই ফেরেন।

চেন্নাই সুপার কিংসকে ভরসা দেন রবীন্দ্র জাডেজা। তাঁকে ব্যাটিং অর্ডারে চারে নামানো হয়েছিল। অনবদ্য হাফসেঞ্চুরির ইনিংস খেলেন। মইন আলি ২০ বলে ৩০ রানের ক্যামিও ইনিংস খেলে ফেরেন। মইনের আউটে ক্রিজে প্রবেশ মহেন্দ্র সিং ধোনির। তখনও ইনিংসের ১৩ বল বাকি। চেষ্টা করছিলেন বড় শট খেলার। খুচরো রানের সম্ভাবনা থাকলে সেটাও ছাড়েননি।

 সোম-মঙ্গল দক্ষিণের কিছু জেলায় বৃষ্টির ইঙ্গিত। অন্যদিকে উত্তরের বাকি ৫ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও হালকা বৃষ্টিতে গরম কমার আশা নেই। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ দাবদাহে জ্বলবে।

বইছে ভোটের লু, তপ্ত বাংলায় বৃষ্টির আশা শোনাল হাওয়া অফিস
প্রতীকী ছবি

কলকাতা: একদিকে ভোটের উত্তাপ, অন্যদিকে চাঁদি ফাটা গরম। বিগত কয়েকদিন ধরেই বাংলার একাধিক জেলায় চলছে তাপপ্রবাহ। হাওয়া অফিস বলছে এখনই কমবে না গরমের দাপট। টানা ৪ দিন ১৫ জেলায় তাপপ্রবাহের সতর্কতা দিচ্ছে আবহাওয়া দফতর। ৮ জেলায় তীব্র তাপপ্রবাহের কমলা সতর্কতা। ৪৪ ডিগ্রি সেলসিয়াসে চড়তে পারে পশ্চিমাঞ্চলের পারদ। এদিন রয়েছে কলকাতাতেও তাপপ্রবাহের সতর্কতা। 

হাওয়া অফিস বলছে, ৪১ ডিগ্রি ছুঁতে পারে আলিপুর-দমদমের পারদ। গরমের দাপট চলছে উত্তরবঙ্গের কিছু জেলাতেও। গরমের পারা চড়ছে উত্তরের মালদহ, দুই দিনাজপুরেও। তবে এর মধ্যেও বৃষ্টির আশা করছে আবহাওয়া দফতর। সোম-মঙ্গল দক্ষিণের কিছু জেলায় বৃষ্টির ইঙ্গিত। যদিও হালকা বৃষ্টিতে গরম কমার আশা নেই। অন্যদিকে উত্তরের বাকি ৫ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 



দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই পাঁচ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়াও বইতে পারে বলে জানাচ্ছে মৌসম ভবন। তবে হাওয়া অফিস স্পষ্ট বলছে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ দাবদাহে জ্বলবে। চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। প্রয়োজন ছাড়া সকাল ১১টা থেকে বিকেল চারটে পর্যন্ত রোদে না যাওয়ার পরামর্শ আবহাওয়া দফতরের।

Some polling agents were prevented from entering the booth, some were accused of beating the polling agent, and some were accused of beheading. Dinhata Village 2 booth president's house in front of the fresh bomb recovery caused a lot of panic

 বিজেপি নেতার 'দুয়ারে' তাজা বোমা, উদয়ন বললেন, 'বোমা কি লাড্ডু যে না মেরে সাজিয়ে রাখবে?'
দিনহাটায় তাজা বোমা


কোচবিহার: প্রথম দফা নির্বাচনে শিরোনামে কোচবিহার। ভোট চলাকালীন দিনহাটায় উদ্ধার তাজা বোমা। বিজেপির বুথ সভাপতির বাড়ির সামনে থেকে তাজা বোমা উদ্ধার। ঘটনাস্থল দিনহাটা ভিলেজ ২। সকাল থেকে কোচবিহার উত্তপ্ত। বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে বিভিন্ন ক্ষেত্র থেকে। বিজেপি ও তৃণমূল একে অপরের বিরুদ্ধে বিস্তর অভিযোগ তুলছে। কোথাও পোলিং এজেন্টকে বুথে ঢুকতে বাধা, কোথাও পোলিং এজেন্টকে ব্যাপক মারধরের অভিযোগ, কোথাও মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। দিনহাটা ভিলেজ ২ বুথ সভাপতির বাড়ির সামনে থেকে তাজা বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।


বিজেপি নেতার অভিযোগ, সকালে বুথে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরনোর সময়ে সিঁড়ি সামনে তাজা বোমা পড়ে থাকতে দেখেন। তাঁর অভিযোগ, আগে থেকেই তাঁকে ভয় দেখানো হচ্ছিল। তিনি যদি বুথে যান, তাহলে খারাপ ফল ভুগতে হবে। তাঁকে লক্ষ্য করে বোমা মারা হবে বলেও হুমকি দেওয়া হয়েছিল। তারপরই সকালে বাড়ির সামনে বোমা উদ্ধার। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।


এ বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে প্রশ্ন করা হয়, ‘পোলিং এজেন্টদের বাড়ির সামনে বোমা রেখে দেওয়ার অভিযোগ উঠছে, কী বলবেন?’ মন্ত্রীর জবাব, “বোমা না মেরে কেউ বোমা বাড়ির সামনে সাজিয়ে রাখবে? বোমা কি লাড্ডু? যে বাড়িতে সাজিয়ে রাখবে? “

দীনেশ কার্তিক যে ফর্মে রয়েছেন, অনেকেই বলছেন তাঁকে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের স্কোয়াডে জায়গা দেওয়া উচিত। বোর্ডের দল নির্বাচন কমিটি কী করবে, তা অবশ্য পরের ব্যাপার। আরসিবির পরবর্তী ম্যাচ কলকাতায়। ইডেনে গার্ডেন্সে কেকেআরের বিরুদ্ধে খেলবে আরসিবি। মাঠে নামার আগে দীনেশ কার্তিককে প্রবল অস্বস্তিতে ফেললেন বিরাট কোহলি।


কার্তিকের পছন্দের খেলোয়াড় কে? বিরাট জবাব দিলেন 'তোমার স্ত্রী'!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এ বারও হতাশার পারফরম্যান্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। তবে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বিরাট কোহলি। একই কথা প্রযোজ্য দীনেশ কার্তিককে নিয়েও। কেরিয়ারের এটিই শেষ আইপিএল। দুর্দান্ত সব ইনিংস খেলছেন। গত ম্যাচের কথাই ধরা যাক। ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরেছে আরসিবি। ব্যবধান মাত্র ২৫ রানের। বোর্ডে রেকর্ড ২৮৮ রান তাড়া করতে নেমেছিল আরসিবি। দীনেশ কার্তিক বিধ্বংসী একটা ইনিংস না খেললে বিশাল ব্যবধানে হারত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।


দীনেশ কার্তিক যে ফর্মে রয়েছেন, অনেকেই বলছেন তাঁকে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের স্কোয়াডে জায়গা দেওয়া উচিত। বোর্ডের দল নির্বাচন কমিটি কী করবে, তা অবশ্য পরের ব্যাপার। আরসিবির পরবর্তী ম্যাচ কলকাতায়। ইডেনে গার্ডেন্সে কেকেআরের বিরুদ্ধে খেলবে আরসিবি। মাঠে নামার আগে দীনেশ কার্তিককে প্রবল অস্বস্তিতে ফেললেন বিরাট কোহলি। বোলাররা এ মরসুমে দীনেশ কার্তিককে এতটা অস্বস্তিতে ফেলতে পারেননি। যেটা ব্যাটার বিরাট করলেন।


দীনেশ কার্তিকের হাতে বেশ কিছু কাগজ। তাতে প্রশ্ন লেখা। উল্টোদিকে জবাবের অপেক্ষায় বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসি, রজত পাতিদার এবং মহম্মদ সিরাজ। দীনেশ কার্তিক একটি কাগজ তুলে পড়েন, ক্রিকেটের বাইরে আমার পছন্দের ক্রীড়াবিদ কে? দীনেশ কার্তিক কোনও জবাব দেওয়ার আগেই বিরাট বলেন, ‘তোমার স্ত্রী’। কার্তিক পুরোপুরি ক্লিন বোল্ড। বিরাটের কথায় হেসে বলেন, এটা সেরা উত্তর হতে পারে। কার্তিক অবশ্য জানান, তাঁর ভাবনায় অন্য একজনের নাম ছিল।



হাসপাতালেই কান্নায় ভেঙে পড়েছেন কর্মীরা। শোকের ছায়া প্রদীপের বাড়িতেও। তবে আচমকা কেন তিনি অসুস্থ হয়ে পড়লেন, আগে থেকে কোনও শারীরিক অসুস্থতা ছিল কিনা সে বিষয়ে স্পষ্টভাবে এখনও কিছু জানা যায়নি। পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন স্থানীয় সিপিএম নেতারা।


বুথের বাইরে মর্মান্তিক মৃত্যু সিপিএম কর্মীর
শোকের ছায়া এলাকায়


ধূপগুড়ি: ভোট শুরুর আগেই কোচবিহারের মাথাভাঙায় কর্তব্যরত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের মৃত্যুর খবরে শোরগোল পড়ে যায়। এবার বুথের বাইরে মর্মান্তিক মৃত্যু সিপিএম কর্মীর। ধূপগুড়ি ব্লকের বিনয় শা মোড় এলাকায় ১৫/১২৪ নম্বর বুথের বাইরে সিপিএমের অস্থায়ী ক্যাম্পে বসে ছিলেন দলীয় কর্মী প্রদীপ দাস(৫৮)। আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাঁকে দলের অন্য কর্মীরা হাসপাতালেও নিয়ে যান। কিন্তু শেষ রক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

হাসপাতালেই কান্নায় ভেঙে পড়েছেন কর্মীরা। শোকের ছায়া প্রদীপের বাড়িতেও। তবে আচমকা কেন তিনি অসুস্থ হয়ে পড়লেন, আগে থেকে কোনও শারীরিক অসুস্থতা ছিল কিনা সে বিষয়ে স্পষ্টভাবে এখনও কিছু জানা যায়নি। পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন স্থানীয় সিপিএম নেতারা। 



আজ, ১৯ এপ্রিল লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ পর্ব। মোট ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২টি আসনে ভোট গ্রহণ হবে আজ। ভোট দেবেন ১৬.৬৩ কোটি মানুষ। এর মধ্যে প্রথমবার ভোট দেবেন ৩৫.৬৭ লক্ষ যুবক-যুবতী প্রথমবার ভোট দেবেন।

প্রথম দিনের ভোটগ্রহণ পর্ব শেষ, ১০২টি আসনে ভোট পড়ল ৫৯.৭ শতাংশ
ঔরঙ্গাবাদের বুথে ভিড়।



শুরু হয়ে গেল গণতন্ত্রের সবথেকে বড় উৎসব। আজ থেকে শুরু লোকসভা নির্বাচন। মোট সাত দফায় ভোট গ্রহণ হবে। আজ, ১৯ এপ্রিল লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ পর্ব। মোট ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২টি আসনে ভোট গ্রহণ হবে আজ। ভোট দেবেন ১৬.৬৩ কোটি মানুষ। এর মধ্যে প্রথমবার ভোট দেবেন ৩৫.৬৭ লক্ষ যুবক-যুবতী প্রথমবার ভোট দেবেন। ভোট গ্রহণ শুরু হবে সকাল ৭টা থেকে, চলবে সন্ধে ৬টা অবধি। নির্বাচনের ফল প্রকাশ হবে ৪ জুন।



বিজেপির শো ফ্লপ, দাবি অখিলেশের
বিজেপির প্রথম দিনের প্রথম শো-ই ফ্লপ। প্রথম দফা ভোটের পর এমনটাই বললেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব।

#WATCH | Gautam Budh Nagar, UP: Samajwadi Party chief Akhilesh Yadav says, “BJP’s first show on the first day has become a flop… Nobody is liking BJP’s story or dialogues… Their first show has become a flop… No one is coming to the ticket window…” pic.twitter.com/0zJBZMAb0m

— ANI UP/Uttarakhand (@ANINewsUP) April 19, 2024

19 Apr 2024 06:03 PM (IST)
ভোটার তালিকায় নাম নেই বিজেপি কর্মীদের, অভিযোগ তামিলনাড়ুতে
তামিলনাড়ুর বিজেপি প্রধান কে আন্নামালাই এদিন দাবি করেন, অনেক ভোটারের নামই নেই ভোটার তালিকায়। এমন অভিযোগ যেখানে উঠেছে, সেখানে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন আন্নামালাই। তাঁর অভিযোগ, অনেক বিজেপি কর্মীর নাম তালিকায় নেই।


19 Apr 2024 02:13 PM (IST)
একটিও ভোট দিল না নাগাল্য়ান্ডের ৬ জেলা
আলাদা প্রশাসনের দাবিতে ভোট বয়কট। প্রায় শূন্য শতাংশ ভোট পড়ল নাগাল্যান্ডের ৬ জেলায়। ১৬ জেলার নাগাল্যান্ডে একটিই লোকসভা আসন। সেখানেও ভোট দিতে আগ্রহী নন জনগণ।

19 Apr 2024 01:40 PM (IST)
নৌকায় করে ভোট দিতে যাচ্ছেন ভোটাররা
নৌকায় চেপে অসমে মাজুলি দ্বীপ থেকে জোরহাটে ভোট দিতে যাচ্ছেন ভোটাররা।

#WATCH | As the first phase of voting is underway in Assam, several voters use ferry services from Majuli Island to Jorhat in order to exercise their franchise. #LokSabhaElections2024 pic.twitter.com/EQw6vpfLW1

— ANI (@ANI) April 19, 2024

19 Apr 2024 12:48 PM (IST)
মণিপুরে ভোটের মাঝে চলল গুলি
বাংলার পর মণিপুরেও অশান্তি। লোকসভা নির্বাচনের প্রথম দফাতেই মণিপুরে কেন্দ্রীয় বাহিনীর উপরে হামলার অভিযোগ। একদল সশস্ত্র বাহিনী এসে থামানপোকপি কেন্দ্রে হামলা করে। গুলি চলারও অভিযোগ উঠেছে।


19 Apr 2024 12:42 PM (IST)
ভোট দিলেন নিশীথ প্রামাণিক
ভোট দিলেন কোচবিহার কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক।

#WATCH | West Bengal: Union Minister and BJP candidate from Cooch Behar Lok Sabha constituency Nisith Pramanik casts his vote in the first phase of the #LokSabhaElections2024

TMC has fielded Jagdish Chandra Barma Basunia and Congress has fielded Piya Roy Chowdhury from Cooch… pic.twitter.com/iLPkfR6Okz

— ANI (@ANI) April 19, 2024

19 Apr 2024 12:40 PM (IST)
মনোনয়ন জমা করতে যাচ্ছেন অমিত শাহ
লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ চলছে। তার মাঝেই মনোনয়ন জমা করতে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুজরাটের গান্ধীনগর আসন থেকে প্রার্থী হয়েছেন তিনি।

#WATCH | Gujarat: Union Home Minister Amit Shah to shortly file his nomination from the Gandhinagar Lok Sabha seat for the upcoming #LokSabhaElections2024

Congress has fielded its party secretary Sonal Patel from Gandhinagar. pic.twitter.com/6Yb86sSXQs

— ANI (@ANI) April 19, 2024

19 Apr 2024 11:54 AM (IST)
সবথেকে বেশি ভোট পড়ল জামুইতে
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বেলা ১১ টা অবধি পশ্চিমবঙ্গে ৩৩.৫৬ শতাংশ ভোট পড়েছে। উত্তর প্রদেশে ২৫.২০ শতাংশ ও তামিলনাড়ুতে ২৩.৭২ শতাংশ ভোট পড়েছে। জেলা ভিত্তিক পরিসংখ্যান দেখলে বিহারের জামুইতে সবথেকে বেশি ভোট পড়েছে। ১৯ শতাংশ ভোট পড়েছে জামুইতে।

19 Apr 2024 11:14 AM (IST)
ভোট দিলেন বিশ্বের সবথেকে 'ছোট' মহিলা
বিশ্বের সবথেকে কম উচ্চতার মহিলা, জ্যোতি আমগে ভোট দিলেন। মহারাষ্ট্রের নাগপুরের একটি বুথে তিনি ভোট দেন। মায়ের কোলে চেপেই তিনি ভোট দেন।

#WATCH | Maharashtra: World's smallest living woman, Jyoti Amge cast her vote at a polling booth in Nagpur today. #LokSabhaElections2024 pic.twitter.com/AIFDXnvuvk

— ANI (@ANI) April 19, 2024

19 Apr 2024 10:35 AM (IST)
ভোট দিলেন কমল হাসান
চেন্নাইয়ের কোয়ামবেদু কেন্দ্রে ভোট দিতে এলেন অভিনেতা তথা এমএনএম প্রধান কমল হাসান। তাঁর দল মক্কাল নিধি মাইয়ামও লোকসভা নির্বাচনে লড়ছে ডিএমকে-র সঙ্গে জোট বেঁধে।

#WATCH | Tamil Nadu: Actor and MNM chief Kamal Haasan casts his vote at a polling booth in Koyambedu, Chennai.

Makkal Needhi Maiam (MNM) is not contesting the #LokSabhaElections2024 , the party supported and campaigned for DMK. pic.twitter.com/EZ2tnICRDn

— ANI (@ANI) April 19, 2024

19 Apr 2024 10:25 AM (IST)
ভোট দিলেন ধনুশ
চেন্নাইয়ের আলওয়ারপেট কেন্দ্রে ভোট দিলেন দক্ষিণী অভিনেতা ধনুশ।

#WATCH | Tamil Nadu: Actor Dhanush arrives at a polling booth in Alwarpet, Chennai to cast his vote for the first phase of #LokSabhaElections2024 pic.twitter.com/d6HuyMlf5Z

— ANI (@ANI) April 19, 2024

19 Apr 2024 10:20 AM (IST)
ভোট দিয়ে খুশি ত্রিপুরার মুখ্যমন্ত্রী
সাতসকালেই ভোট দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি বলেন, "ভোট দেওয়ার পর ভাল লাগছে। সবার ভোট দেওয়া উচিত। যে সরকার উন্নয়নের কথা ভাবে, তাদের ক্ষমতায় আসা উচিত।"

#WATCH | Tripura CM Manik Saha says, "Feels great after voting. Everyone should vote and a government which thinks about development should come to power. People are coming to vote and elections should be conducted peacefully..."#LokSabhaElections2024 https://t.co/unPvE1bEpI pic.twitter.com/W29PgMCJtT

— ANI (@ANI) April 19, 2024

19 Apr 2024 09:57 AM (IST)
সকাল ৯টা অবধি সবথেকে বেশি ভোট পড়ল বাংলায়
নির্বাচন কমিশনের তথ্য় অনুযায়ী, প্রথম দফার ভোট গ্রহণে সকাল ৯টা অবধি সবথেকে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে। এখনও পর্যন্ত বাংলায় ১৫ শতাংশ ভোট পড়েছে। মধ্য প্রদেশে ১৪.১২ শতাংশ ভোট পড়েছে। বিহারে ৯.২৩ শতাংশ, ছত্তীসগঢ়ে ১২.২ শতাংশ, জম্মু ও কাশ্মীরে ১০.৪৩ শতাংশ, মহারাষ্ট্রে ৬.৯৮ শতাংশ, অসমে ১১.১৫ শতাংশ, তামিলনাড়ুতে ৮.২১ শতাংশ, উত্তর প্রদেশে ১২.২২ শতাংশ ভোট পড়েছে ৷ রাজস্থানে ১০.৬৭ শতাংশ ভোট এবং সিকিমে ৭.৬৭ শতাংশ ভোট পড়েছে।

19 Apr 2024 09:17 AM (IST)
সপরিবারে ভোট দিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী
সাতসকালেই ভোট দিতে এলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। সঙ্গে তাঁর মা ও স্ত্রীও ভোট দেন। ভোট দেওয়ার পর জিলিপি খেয়ে মিষ্টিমুখ করেন তাঁরা।

#WATCH | Uttarakhand CM Pushkar Singh Dhami along with his mother and wife cast his vote for the first phase of #LokSabhaElections2024 at a polling station in Khatima. pic.twitter.com/kd4ZC1uyTJ

— ANI (@ANI) April 19, 2024

19 Apr 2024 09:15 AM (IST)
বিয়ের পোশাকে বুথে
বিয়ে যেমন গুরুত্বপূর্ণ, ভোটও সমান গুরুত্বপূর্ণ। উত্তরাখণ্ডে বিয়ের পোশাকেই ভোট দিতে এলেন এক নবদম্পতি।

#LokSabhaElections2024 | Uttarakhand: A newly-married couple voted for the general elections today, at a polling booth in Pauri Garhwal today. pic.twitter.com/orHQgAT06C

— ANI (@ANI) April 19, 2024

19 Apr 2024 08:50 AM (IST)
ভোট দিলেন রজনীকান্ত
প্রথম দফার নির্বাচনেই ভোট তামিলনাড়ুতে। সকালেই চেন্নাইয়ের বুথে ভোট দিতে এলেন অভিনেতা রজনীকান্ত।

#WATCH | Actor Rajnikanth casts his vote at a polling booth in Chennai, Tamil Nadu.

#LokSabhaElections2024 pic.twitter.com/6Ukwayi5sv

— ANI (@ANI) April 19, 2024

19 Apr 2024 08:40 AM (IST)
ভোট দিলেুন রাজস্থানের মুখ্যমন্ত্রী
প্রথম দফার নির্বাচনে ভোট দিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা।

#WATCH | Rajasthan CM Bhajanlal Sharma casts his vote for the first phase of #LokSabhaElections2024, in Jaipur, Rajasthan. pic.twitter.com/kTjB47fk2Y

— ANI (@ANI) April 19, 2024

19 Apr 2024 08:31 AM (IST)
কংগ্রেস আরও কম সিট পাবে, দাবি সোনওয়ালের
প্রথম দফার নির্বাচনে অগ্নিপরীক্ষা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের। তিনি বলেন, "মানুষ আনন্দের সঙ্গে ভোট দেবে। কংগ্রেসের নিজের অবস্থার দিকে তাকানো উচিত। ওরা এবার আরও কম আসন পাবে।"

#WATCH | Dibrugarh, Assam: Union Minister and BJP candidate from Dibrugarh Lok Sabha constituency, Sarbananda Sonowal says, "People will happily participate in this voting process... Congress should look at its condition, they are going to get less seats than before... "… pic.twitter.com/E2Off1fi6R

— ANI (@ANI) April 19, 2024

19 Apr 2024 08:25 AM (IST)
ভোটের আর্জি গৌরব গগৈয়ের
কংগ্রেস সাংসদ তথা অসমের জোরহাটের প্রার্থী গৌরব গগৈও সকলকে ভোটদানের আর্জি জানীলেন।

#WATCH | Assam: Congress MP and candidate from Jorhat Lok Sabha seat, Gaurav Gogoi says "It is an important day today and I appeal to everyone to come out of their houses and cast their votes to save the democracy and the culture of the country..."#LokSabhaElections2024 pic.twitter.com/y7Gbb8ARtz

— ANI (@ANI) April 19, 2024

19 Apr 2024 08:15 AM (IST)
ভোট দিলেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল
বিকানির লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল। এ দিন সকালেই তিনি ভোট দিতে আসেন।




ছেলের জন্য ভোটের আর্জি কমল নাথের
লোকসভা নির্বাচনে লড়ছেন মধ্য় প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের ছেলে নকুল নাথ। চিন্দওয়াড়া থেকে লড়ছেন তিনি। এ দিন সকালে ছেলের জন্য ভোটের আর্জি জানালেন কমল নাথ। তিনি বলেন, "চিন্দওয়াড়ার মানুষদের উপরে আমার পূর্ণ আস্থা রয়েছে।"




বুথে ভিড় অভিনেতাদের
তামিলনাড়ুতে ভোট দিতে এলেন অভিনেতা অজিত কুমার।


ভোটদানের আর্জি শাহের
লোকসভা নির্বাচনের প্রথম পর্বে সকলকে ভোটদানের আর্জি জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

 Union Home Minister Amit Shah tweets, "It is an important day today, as the first phase of voting is taking place in the country. I appeal to all the voters who are voting in this phase to vote in large numbers because every vote of yours has the power… pic.twitter.com/reDcv6slg0

— ANI (@ANI) April 19, 2024

19 Apr 2024 07:11 AM (IST)
শুরু হল ভোট গ্রহণ পর্ব
লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ পর্ব শুরু হল। সকাল থেকেই বিভিন্ন বুথে ভোটারদের লাইন।




আলিপুরদুয়ারে চলছে ইভিএম চেকিং
আর কিছুক্ষণের মধ্যেই ভোট গ্রহণ শুরু হবে। তার আগেই বিভিন্ন বুথে চলছে নজরদারি। ইভিএম পরীক্ষা হচ্ছে আলিপুরদুয়ারের একটি বুথে।



 

বুথে কেন্দ্রীয় বাহিনীর নজরদারি
শান্তিপূর্ণভাবে ভোট করাতে বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। ভোট গ্রহণের আগে বুথের বাইরে কড়া নজরদারি কেন্দ্রীয় বাহিনীর।


সকাল ৭টা থেকে শুরু ভোট গ্রহণ
আজ থেকে শুরু লোকসভা নির্বাচন। আজ প্রথম দফার ভোট গ্রহণ হবে। সকাল থেকেই বুথে বুথে তৎপরতা-ব্যস্ততা। সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। সন্ধে ৬টা অবধি ভোট গ্রহণ চলবে।

এই বুথে ভোটার সংখ্যা ৩৭৯ জন। তথ্য বলছে দুপুর একটার মধ্যে প্রায় ৯৭ শতাংশ ভোট পড়ে গিয়েছিল এই কেন্দ্রে। তাই কার্যত রিলাক্স মুডে কেন্দ্রীয় বাহিনী থেকে ভোট কর্মীরা।

 দুপুরেই প্রায় ভোট শেষ, একশো শতাংশ ভোটের দৌড়ে বাংলার এই বুথ
দুপুর ১টার মধ্যে ৯৭ শতাংশ ভোট



জলপাইগুড়ি: সংরক্ষিত বনাঞ্চলের মাঝে ভোট গ্রহণ কেন্দ্র। রয়েছে কেন্দ্রীয় বাহিনী, রয়েছেন ভোট কর্মীরাও, কিন্তু নেই ভোটার। এদিন এমনই ছবি ধরা পড়ল ডুয়ার্সের মরাঘাট জঙ্গলের খট্টি মারি এফভি প্রাইমারি স্কুলে। বুথ নম্বর ১৫/৪৬। কিন্তু, সব আয়োজন থাকলেও কোথায় ভোটাররা?

ভোট কর্মীরা বলছেন জঙ্গলের মাঝে ভোট গ্রহণ কেন্দ্র হওয়ায় আগেভাগেই বনবস্তিবাসী ভোট দিয়ে বাড়ি ফিরে গিয়েছেন। যে কোনও সময় রাস্তায় চলে আসে বন্য প্রাণীরা। তাই আগেভাগেই ভোট দিয়ে বাড়ি ফিরে গিয়েছেন ভোটাররা। এমনটাই দাবি ভোট কর্মীদের। ডুয়ার্সের জঙ্গল লাগোয়া এলাকাগুলির স্থানীয় বাসিন্দারা বলছেন প্রায় প্রতিদিন রাতেই বন্যজন্তুরা লোকালয়ে বেরিয়ে আসে। কখনও স্কুল ঘর ভেঙে দেয়, কখনও বা মানুষের বাড়ি। যেই স্কুলে এবার ভোট গ্রহণ কেন্দ্র করা হয়েছে সেখানে বহুবার হাতি আক্রমণ করেছে। 


কখনও কফি উইথ করণ টক-শো-য়ে উপস্থিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করতে দেখা যায় রণবীর কাপুরকে, কখনও আবার প্রকাশ্যে ভরা সভার মাঝে করণের ওপর চিৎকার করতে তিনি দু’বার ভাবেন না। ঠিক এমনই এক ছবি ধরা পড়ল...

'আমি কালা নই', সকলের সামনে করণের ওপর মেজাজ হারান রণবীর, তারপর

রণবীর কাপুর ও কারণ জোহার, এক কথায় বলতে গেলে তাঁরা যেন পারিবারিক বন্ধু। রণবীর কাপুরের স্ত্রী আলিয়া ভাট, করণ জোহারকে পরিবারের একজনই মনে করেন। কিন্তু রণবীর সঙ্গে করণ জোয়ারের সম্পর্ক মাঝেমধ্যেই বিগড়ে যেতে দেখা যায়। কখনও কফি উইথ করণ টক-শো-য়ে উপস্থিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করতে দেখা যায় রণবীর কাপুরকে, কখনও আবার প্রকাশ্যে ভরা সভার মাঝে করণের ওপর চিৎকার করতে তিনি দু’বার ভাবেন না। ঠিক এমনই এক ছবি ধরা পড়ল সম্প্রতি ফিল্ম ফেয়ারের মঞ্চে। কিছুদিন আগেই ফিল্ম ফেয়ার অনুষ্ঠিত হয়ে গেল, যেখানে মঞ্চে থাকা করণ জোহার আচমকাই রণবীর কাপুরের ব্যবহারের অবাক হয়ে যান।


ঠিক কী ঘটেছিল সেই সন্ধ্যায়, তারই এক ক্লিপিং নেট দুনিয়ায় ভাইরাল। যেখানে দেখা যায় করণ জোহার বারবার বলছেন এটা রণবীরের পক্ষেই সম্ভব, এটা রণবীরই পারেন এটা, রণবীরই পারেন, রণবীর ছাড়া এ কাজ আর কেউ করতে পারবে না, বারবার যখন একই কথা করেন বলতে থাকছিলেন তখন মুহূর্তে দর্শক আসনে বসে থাকার রণবীর কাপুরের মুখের অবয়ব পাল্টাতে দেখা যায়। ক্রমে রেগে যাচ্ছিলেন তিনি। একটা সময় আচমকাই মাইক্রোফোন হাতে নিয়ে রণবীর চিৎকার করে বলে ওঠেন, ‘শুনতে পাই বধির নই আমি।’ কী? সংলাপটা খুব চেনা চেনা লাগছে তো, ২০২৩ সালের শেষে সর্বাধিক চর্চিত জনপ্রিয় সুপার হিট ছবি অ্যানিমেল-এর বিখ্যাত সংলাপ।


তবে দর্শনে বসে হঠাৎ কেন এই কথা মেজাজ হারিয়ে বলে উঠলেন রণবীর তা নিয়ে প্রশ্ন নেটিজেনদের। কেউ কেউ বললেন এটা পাবলিসিটি স্ট্যান্ড, কেউ আবার করণ-রণবীরের বচসা এই প্রসঙ্গে টেনে আনলেন। বিভিন্ন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কিংবা রিয়ালিটি শোতে সেলেবদের মধ্যে এমন ঘটনা ঘটতে বহুবার দেখা গিয়েছে। নিঃসন্দেহে কিছু পাবলিসি স্টান্ট দর্শকদের নজর করার জন্য কিংবা, সেই মুহূর্তে একটা গুরুগম্ভীর পরিস্থিতি তৈরি করার জন্য চিত্রনাট্যের অংশ হয়ে থাকে, পরে স্টারেরাই হাসির ছলে, যা স্পষ্ট করে দেন। আবার কখনও কখনও সেই অশান্তির রেশ থেকে যায় বছরের পর বছর যা সত্যি চিত্রনাট্যের অংশ থাকে না। এক্ষেত্রে ঠিক কোনটা ঘটেছে সে প্রশ্নের উত্তর মেলা ভার।



 ভাল চরিত্র পেলে সায়ন্তিকা আবারও ফিরতে রাজি। রাজনীতি ও অভিনয় দুই পাকা হাতে সামলাচ্ছেন এমন বহু উদাহরণ বাংলার বুকে রয়েছে। সেই তালিকায় রয়েছেন সায়ন্তিকা। তবে তাঁর ঝুলিতে ছবির সংখ্যা এখন নেই বললেই চলে।

'আমার সঙ্গে এটা ঘটে', নিজেকে হঠাৎ কেন ট্যালা বললেন সায়ন্তিকা?


সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে সিনেপাড়া থেকে অনেকটাই দূরে রয়েছেন তিনি। একের পর এক হিট ছবি একটা সময় যিনি টলিপাড়ার দর্শকের উপহার দিয়েছেন, তিনি আজ কোথায়? মাঝে মধ্যে বিভিন্ন কনসার্টে দেখা যায় তাঁকে, বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে যান সায়ন্তিকা। পাশাপাশি নাম লিখিয়েছেন রাজনীতির ময়দানে। ভাল চরিত্র পেলে সায়ন্তিকা আবারও ফিরতে রাজি। রাজনীতি ও অভিনয় দুই পাকা হাতে সামলাচ্ছেন এমন বহু উদাহরণ বাংলার বুকে রয়েছে। সেই তালিকায় রয়েছেন সায়ন্তিকা। তবে তাঁর ঝুলিতে ছবির সংখ্যা এখন নেই বললেই চলে। বর্তমানে আবারও তিনি ভোটযুদ্ধে। বরানগর থেকে বিধায়ক পদের উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী তিনি।


তবে এই অভিনেত্রীকে নিয়ে এক মজার গল্প রয়েছে সিনেপাড়ায়। যেখানে তাঁকে নিয়ে বেজায় এক রটনা রয়েছে, যে তিনি নাকি যখন তখন পড়ে যান। সত্যি কি তাই, একবার অপুর সংসার-এ এই মর্মে প্রশ্ন করেছিলেন সঞ্চালক শাশ্বত চট্টোপাধ্যায়। তিনি সায়ন্তিকাকে প্রশ্ন করেছিলেন সত্যি কি তিনি পড়ে যান? উত্তরে সায়ন্তিকা বলেছিলেন যখন-তখন। দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে যাই। শুকনো মাটিতে পড়ে যাই। কখনও বেশি সাবধান হতে গিয়ে পড়ে যাই।


শুনে হেসে ফেলেছিলেন শাশ্বত। বিশ্বাস করতে পারছিলেন না সায়ন্তিকা সত্যি এমন কথা বলছেন। তবে তিনি নিজে মুখেই বলেছিলেন, আমি এটকু ‘ট্যালা’। হাসতে হাসতে শাশ্বত বলেছিলেন, আচ্ছা বুঝলাম, মানে যিনি একটু সহজেই টেলে যেতে পারেন। সেই কারণেই তাঁকে নাকি অনেক মজার মজার নামেও ডাকা হয়।

শুক্রবার থেকেই অনুশীলনে নামছে মোহনবাগান। হাতে যদিও এখন বেশ কিছুদিন সময় আছে সেমিফাইনালের। ২৩ তারিখ পরবর্তী ম্যাচ শুভাশিসদের। তার আগে প্রতিপক্ষকে টিভিতেই মেপে নেবেন হাবাস। ফুটবলারদের ছুটিও বাতিল করে দিয়েছেন বাগান কোচ। রবিবার পর্যন্ত ছুটি চেয়েছিলেন মুম্বই ম্যাচের গোলদাতা জেসন কামিংস আর আর্মান্দো সাদিকু। তাঁদের ছুটি বাতিল করে দিয়েছেন হাবাস।

কামিংসদের ছুটি বাতিল, শুক্রবার থেকেই অনুশীলনে মোহনবাগান

লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। প্রথম বার এই খেতাব জয় করেছে সবুজ-মেরুন শিবির। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার ছাড়পত্রও জোগার করে ফেলেছে মোহনবাগান। তবে এখনই সেলিব্রেশনে ভাসতে নারাজ বাগান শিবির। ত্রিমুকুট জয়ের সুযোগ বাগানের সামনে। আর তাতেই ফোকাস সবুজ-মেরুন ব্রিগেডের। তাই সেলিব্রেশন পর্ব আপাতত তুলে রাখছে মোহনবাগান। কোচ আন্তোনিও লোপেজ হাবাসেরও স্পষ্ট নির্দেশ। উচ্ছ্বাসে গা ভাসালে চলবে না।

শুক্রবার থেকেই অনুশীলনে নামছে মোহনবাগান। হাতে যদিও এখন বেশ কিছুদিন সময় আছে সেমিফাইনালের। ২৩ তারিখ পরবর্তী ম্যাচ শুভাশিসদের। তার আগে প্রতিপক্ষকে টিভিতেই মেপে নেবেন হাবাস। ফুটবলারদের ছুটিও বাতিল করে দিয়েছেন বাগান কোচ। রবিবার পর্যন্ত ছুটি চেয়েছিলেন মুম্বই ম্যাচের গোলদাতা জেসন কামিংস আর আর্মান্দো সাদিকু। তাঁদের ছুটি বাতিল করে দিয়েছেন হাবাস। শুক্রবার থেকেই সবাইকে অনুশীলনে নামতে হবে। স্পষ্ট নির্দেশ স্প্যানিশ কোচের।

এদিকে বহুপ্রতীক্ষিত লিগ শিল্ডের এখনও দেখা নেই। কোথায় আছে সেই ট্রফি বা শিল্ড তা কেউ জানেনা। সোমবার মোহনবাগান দল চ্যাম্পিয়ন হওয়ার পর ফুটবলাররা খালি হাতেই চলে যান টিম হোটেলে। আলাদা গাড়িতে যায় লিগ শিল্ড। বাগান সচিব দেবাশিস দত্তর যুক্তি, ‘প্রতি বারই চ্যাম্পিয়ন হওয়ার পর আমাদের ট্রফি আলাদা গাড়িতে যায়। এখনও আমাদের ম্যাচ শেষ হয়নি। সেলিব্রেশন পর্ব তাই তুলে রাখা হয়েছে। লিগ শিল্ড অনেক দামী। সমর্থকদের ভিড়ের মাঝখান দিয়ে গেলে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। মহমেডানের আই লিগের ট্রফি যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্লাবে সঠিক সময়ে শিল্ড আসবে। সমর্থকরাও দেখতে পারবে।’


আইপিএল 2024: বিশাল রান তাড়ায় পাওয়ার প্লে-তেই যশস্বী জয়সওয়াল ও সঞ্জু স্যামসনের উইকেট হারায় রাজস্থান। আন্দ্রে রাসেলের অনবদ্য ক্যাচে রিয়ান পরাগকে ফেরান হর্ষিত রানা। ইনিংসের ১৩তম ওভারে পরপর অশ্বিন ও রাজস্থানের গত ম্যাচের নায়ক শিমরন হেটমায়ারের উইকেট নেন মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। ১২১ রানে ৬ উইকেট হারালেও রাজস্থানের ভরসা ছিলেন জস বাটলার।

সুনীলের স্বপ্নপূরণ, জসের অবিশ্বাস্য 'বাটলারি'-তে হার নাইট রাইডার্সের

 গম্ভীর ফিরতেই যেন অন্য রূপে পাওয়া গিয়েছে সুনীল নারিনকে। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই মুগ্ধ করছেন। অবশেষে স্বপ্নপূরণও হল সুনীল নারিনের। আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে কেরিয়ারে ৫০০-র বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সুনীল নারিন। বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও খেলেন। কিন্তু সেঞ্চুরির কলামে শূন্য ছিল তাঁর। এ মরসুমে একটি ৮৫ রানের ইনিংস খেলেছিলেন। সেটিই ছিল টি-টোয়েন্টিতে তাঁর সর্বাধিক স্কোর। অবশেষে ইডেনে সেঞ্চুরির অভিযান ‘মঙ্গল’ হল সুনীল নারিনের।


ক্যারিবিয়ান ক্যালিপসো সকলেরই জানা। ইডেনে ক্যারিবিয়ান ক্রিকেটারের দাপটে কলকাতায় ক্য়ালিপসো। কলকাতার প্রচণ্ড গরম। তার মধ্যেই স্বপ্নপূরণ সুনীলের। কেরিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি এল তাঁর ব্য়াটে। টস জিতে কেকেআরকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন টেবল টপার রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন। ওপেনিং পার্টনার ফিল সল্টকে চতুর্থ ওভারেই হারান সুনীল নারিন। তাঁর দাপট থামেনি।

সুনীল নারিনের ৫৬ বলে ১০৯ রানের বিধ্বংসী ইনিংস, অঙ্গকৃশ রঘুবংশী, রিঙ্কু সিংদের ক্যামিও। রাজস্থান রয়্যালসকে ২২৪ রানের বিশাল লক্ষ্য দেয় কলকাতা নাইট রাইডার্স। রাজস্থান রয়্যালসের ব্যাটিং বিভাগ দুর্দান্ত। কেকেআরের বিরুদ্ধে জস বাটলার ছাড়া টপ অর্ডার ব্যর্থ। বাটলারকে ইমপ্যাক্ট প্লেয়ার নামানো হয়েছিল। তিনিই ইমপ্যাক্ট ফেললেন।


বিশাল রান তাড়ায় পাওয়ার প্লে-তেই যশস্বী জয়সওয়াল ও সঞ্জু স্যামসনের উইকেট হারায় রাজস্থান। আন্দ্রে রাসেলের অনবদ্য ক্যাচে রিয়ান পরাগকে ফেরান হর্ষিত রানা। ইনিংসের ১৩তম ওভারে পরপর অশ্বিন ও রাজস্থানের গত ম্যাচের নায়ক শিমরন হেটমায়ারের উইকেট নেন মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। সেঞ্চুরির পর বল হাতেও অনবদ্য সুনীল নারিন। ধ্রুব জুরেলের উইকেট নেন তিনি। ১২১ রানে ৬ উইকেট হারালেও রাজস্থানের ভরসা ছিলেন জস বাটলার।

শেষ ৫ ওভারে রাজস্থানের প্রয়োজন ছিল ৭৯ রান। বাটলারের সঙ্গে ক্রিজে রোভম্যান পাওয়েল। ম্যাচ তখনও পুরোপুরি কেকেআরের নিয়ন্ত্রণে বলা যায়নি। ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি ক্যাপ্টেন রোভম্যান পাওয়েল বিধ্বংসী ব্যাটিং শুরু করলেও তাঁকে দ্রুতই ফেরান নারিন। কিন্তু বাটলার তখনও ক্রিজে। সেটাই ভয়ের কারণ ছিল কেকেআরের। ফিল সল্টের মিস ফিল্ডিংয়ে রাজস্থানের সুবিধা হয়। ১২ বলে মাত্র ২৪ রানের টার্গেট দাঁড়ায় রাজস্থানের।

জস বাটলার যে একাই ম্যাচের রং বদলে দিতে পারেন, এ মরসুমে টের পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অপরাজিত সেঞ্চুরিতে দলকে জিতিয়েছিলেন। ইডেনে কলকাতা নাইট রাইডার্সও তাঁর দাপটের শিকার। শেষ ওভারে ৯ রান টার্গেট দাঁড়ায় রাজস্থানের। বোলিংয়ে বরুণ চক্রবর্তী। প্রথম বলেই ছয় মেরে ৫৫ বলে সেঞ্চুরি বাটলারের। টি-টোয়েন্টি কেরিয়ারের অষ্টম সেঞ্চুরি। তিনটি ডট বলে চাপে পড়ে রাজস্থান। ২ বলে ৩ রান লক্ষ্য দাঁড়ায়। ডাবল নিয়ে স্কোর সমান করেন বাটলার।

শেষ বলে ১ রান প্রয়োজন। মিস করলেই সুপার ওভার। তবে সেটা হল না। আইপিএলে যুগ্মভাবে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ল রাজস্থান রয়্যালস। মিডল ওভারে অনবদ্য ভাবে ম্যাচে থাকলেও বাটলারের কাছে হার কেকেআরের। বাটলারের ৬০ বলে ১০৭ রানের অপরাজিত অবিশ্বাস্য ইনিংসে ২ উইকেটে জয় রাজস্থানের।


শ্রেয়স আইয়ার বলেন, 'হঠাৎ সব কী হল বুঝে উঠতে পারছি না। এই হার থেকে শিক্ষা নিতে হবে। মাথা উঁচু করে ঘুরে দাঁড়াতে হবে। আপাতত বলতে পারি, আমরা ভালো বোলিং করেছি। ছোট্ট কিছু ভুলে এই পরিণতি হল।' সেই ছোট্ট ভুলটা কি ফিল সল্টের ফিল্ডিং মিস বলা যায়? ওয়াইড বল, মিস ফিল্ডে পাঁচ রান এবং অতিরিক্ত একটি ডেলিভারি খেলার সুযোগ পায় রাজস্থান। হতে পারে, সেটাই সেই ছোট্ট ভুল!

এমনটা হবে ভাবিনি...', কাঁধ ঝুঁকে গেল নাইট অধিনায়কের!


আইপিএলের ইতিহাসে এর আগে ২২৪ রান তাড়া করে জেতার নজির ছিল। একই স্কোর তাড়া করে জিতল রাজস্থান রয়্যালস। ইডেন গার্ডেন্সে অবিশ্বাস্য একটা ইনিংস জস বাটলারের। বোর্ডে রান। শুরু থেকে অনবদ্য বোলিং। কেকেআর আরও একটা জয়ের স্বপ্ন দেখছিল। সেই স্বপ্ন উসকে দেন বরুণ চক্রবর্তী। ইনিংসের ১৩ তম ওভারে পরপর দু-বলে দু-উইকেট। ১২১ রানে ৬ উইকেট। এরপর ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণেই থাকার কথা।


ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি টিমের ক্যাপ্টেন রোভম্যান পাওয়েল ক্রিজে যোগ দেন বাটলারের সঙ্গে। প্রচণ্ড গরমে টান ধরেছিল সুনীল নারিনের। কিছুক্ষণের মধ্যেই মাঠে ফেরেন। ইডেনে এ মরসুমে নারিনের বিরুদ্ধে কেউ বাউন্ডারি মারতে পারছিলেন না। সেটাই করে দেখান পাওয়েল। শেষ অবধি নারিনের বলেই আউট হন। কেকেআর শিবিরকে তবু চাপে রাখেন জস বাটলার। আশঙ্কাই সত্যি হয়। অবিশ্বাস্য ইনিংসে শেষ বলে রাজস্থানকে জেতান জস বাটলার।

ম্যাচ শেষে কাঁধ ঝুঁকে গিয়েছে নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ারের। প্রচণ্ড গরমে ক্লান্ত। সঙ্গে এত বড় স্কোর গড়েও হারের ক্লান্তি। শ্রেয়স বলছেন, ‘এটা মেনে নেওয়া কঠিন। আবেগ ধরে রাখা যায় না। এমন পরিস্থিতিতে পড়ব ভাবিনি। ক্রিকেট যে কতটা অনিশ্চয়তার খেলা, আরও একবার বোঝা গেল।’ রোভম্যান পাওয়েল আউট হওয়ার পর কি নাইট শিবিরে বিশ্বাস ছিল জেতা সম্ভব?


শ্রেয়স আইয়ার বলেন, ‘হঠাৎ সব কী হল বুঝে উঠতে পারছি না। এই হার থেকে শিক্ষা নিতে হবে। মাথা উঁচু করে ঘুরে দাঁড়াতে হবে। আপাতত বলতে পারি, আমরা ভালো বোলিং করেছি। ছোট্ট কিছু ভুলে এই পরিণতি হল।’ সেই ছোট্ট ভুলটা কি ফিল সল্টের ফিল্ডিং মিস বলা যায়? ওয়াইড বল, মিস ফিল্ডে পাঁচ রান এবং অতিরিক্ত একটি ডেলিভারি খেলার সুযোগ পায় রাজস্থান। হতে পারে, সেটাই সেই ছোট্ট ভুল!

বিএসএফের তরফে জানানো হয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ডিস্ট্রিক রিজার্ভ গার্ড ও বিএসএফ যৌথ অভিযান চালিয়েছিল কঙ্কের জেলার বিনাগুন্ডা গ্রামের কাছের জঙ্গলে। জঙ্গলে গভীরে ঢুকতেই নিরাপত্তা বাহিনীর উপরে হামলা করে লুকিয়ে থাকা মাওবাদীরা। গুলির পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনীও। শুরু হয় সংঘর্ষ।

গোটা দেশকে নকশালমুক্ত করা হবে', ২৯ মাওবাদী নিকেশের পর আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর
কঙ্কেরের জঙ্গলে অভিযান।

লোকসভা নির্বাচনের ঠিক আগেই বড় সাফল্য। ছত্তীসগঢ়ে এনকাউন্টার অভিযানে নিকেশ ২৯ মাওবাদীর। মৃত্যু হয়েছে মাওবাদী নেতা শঙ্কর রাওয়ের, যার মাথার দাম ছিল ২৫ লক্ষ টাকা। মঙ্গলবার দুপুরে ছত্তীসগঢ়ের কঙ্কের জেলায় মাওবাদীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় নিরাপত্তা বাহিনীর। টানা ৫ ঘণ্টা ধরে এনকাউন্টার চলার পর ২৯ জন মাওবাদীর দেহ উদ্ধার হয় জঙ্গল থেকে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, এক-৪৭, ইনসাস রাইফেল সহ বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।


বিএসএফের তরফে জানানো হয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ডিস্ট্রিক রিজার্ভ গার্ড ও বিএসএফ যৌথ অভিযান চালিয়েছিল কঙ্কের জেলার বিনাগুন্ডা গ্রামের কাছের জঙ্গলে। জঙ্গলে গভীরে ঢুকতেই নিরাপত্তা বাহিনীর উপরে হামলা করে লুকিয়ে থাকা মাওবাদীরা। গুলির পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনীও। শুরু হয় সংঘর্ষ। টানা ৫ ঘণ্টা ধরে জঙ্গলের মধ্যে চলে এনকাউন্টার।অভিযান শেষে জানা যায়, মোট ২৯ জন মাওবাদীকে নিকেশ করা হয়েছে। আহত হয়েছে দুই বিএসএফ জওয়ান সহ মোট তিনজন। দুইজনের অবস্থা স্থিতিশীল হলেও, ডিআরজির সদস্যের অবস্থা সঙ্কটজনক। তাঁদের এয়ারলিফ্ট করে রায়পুরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আধিকারিকরা জানিয়েছেন, এই প্রথম কোনও হতাহত ছাড়াই এনকাউন্টার অভিযানে এত বড় সাফল্য মিলল। গ্রামবাসীদের সহযোগিতা ও পুলিশের গোয়েন্দা বাহিনীর তৎপরতায় এই অভিযানে সাফল্য মিলেছে। অপারেশনে স্যাটেলাইট ছবি ছাড়াও, নকশালদের গতিবিধি ক্রমাগত ট্র্যাক করতে ড্রোন ব্যবহার করা হয়েছিল। এছাড়াও এলাকায় তল্লাশি চালানো হয়।


এনকাউন্টার অভিযানে সাফল্যের খবর পেয়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স হ্যান্ডেলে অভিনন্দন জানিয়ে লেখেন, “আজ ছত্তীসগড়ে নিরাপত্তা বাহিনীর অভিযানে বিপুল সংখ্যক নকশাল নিহত হয়েছে। আমি সমস্ত নিরাপত্তা বাহিনীর কর্মীদের অভিনন্দন জানাই, যারা সাহসিকতার সঙ্গে এই অপারেশন সফল করেছে। যারা আহত হয়েছেন, তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। উন্নয়ন, শান্তি ও তরুণদের উজ্জ্বল ভবিষ্যতের সবচেয়ে বড় শত্রু নকশালবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা দেশকে নকশালবাদের কবল থেকে মুক্ত করতে বদ্ধপরিকর। সরকারের আক্রমণাত্মক নীতি এবং নিরাপত্তা বাহিনীর প্রচেষ্টার কারণে আজ নকশালবাদ সীমিত হয়েছে। শীঘ্রই ছত্তীসগঢ় এবং গোটা দেশকে সম্পূর্ণ নকশালমুক্ত হবে।”