WEATHER

Top News


টস হেরে প্রথমে ব্যাট করতে হয় চেন্নাইকে। ইনিংসের প্রথম ওভার শেষ হয় আজিঙ্ক রাহানের উইকেটে। টিমকে অবশ্য চাপে পড়তে দেননি ঋতুরাজ। একদিক থেকে ইনিংস অ্যাঙ্কর করেন। জাডেজা, শিবম দুবের সঙ্গে গুরুত্বপূর্ম জুটি গড়েন। শিবম দুবে মাঠে আসতেই বিধ্বংসী ব্যাটিং শুরু ঋতুরাজেরও। ইনিংসের শুরুটা তুলনামূলক মন্থর হলেও গিয়ার শিফ্ট করতে সময় লাগেনি ঋতুরাজের। ছয় মেরে ৫৫ বলে ৯৯-তে পৌঁছন।

 স্ত্রী উৎকর্ষার চ্যালেঞ্জ! CSK-এর নস্টালজিয়ার দিনে সেঞ্চুরি ঋতুরাজের


প্রথম দিন! চেন্নাই সুপার কিংসের কাছে আজকের দিনটা তেমনই। ২০০৮ সালে শুরু হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আজকের দিনেই এই মাঠে প্রথম হোম ম্যাচ খেলেছিল চেন্নাই সুপার কিংস। সেই দিনটা সেঞ্চুরিতে স্মরণীয় করে রাখলেন চেন্নাই সুপার কিংসের নতুন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। আইপিএলে কেরিয়ারে এটি তাঁর দ্বিতীয় সেঞ্চুরি। চেন্নাই জার্সিতে একের পর এক ভরসাযোগ্য ইনিংস উপহার দিচ্ছেন ঋতুরাজ।


টস হেরে প্রথমে ব্যাট করতে হয় চেন্নাইকে। ইনিংসের প্রথম ওভার শেষ হয় আজিঙ্ক রাহানের উইকেটে। টিমকে অবশ্য চাপে পড়তে দেননি ঋতুরাজ। একদিক থেকে ইনিংস অ্যাঙ্কর করেন। জাডেজা, শিবম দুবের সঙ্গে গুরুত্বপূর্ম জুটি গড়েন। শিবম দুবে মাঠে আসতেই বিধ্বংসী ব্যাটিং শুরু ঋতুরাজেরও। ইনিংসের শুরুটা তুলনামূলক মন্থর হলেও গিয়ার শিফ্ট করতে সময় লাগেনি ঋতুরাজের। ছয় মেরে ৫৫ বলে ৯৯-তে পৌঁছন।

ইনিংসের ১৮তম ওভারে অবশেষে স্বপ্নপূরণ। আইপিএল কেরিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি হলেও ভারতের মাটিতে প্রথম! কেরিয়ারের প্রথম আইপিএল সেঞ্চুরিটি এসেছিল দুবাইতে। এ বার ঘরের মাঠের সমর্থকদের সামনে। ৫৬ বলে বাউন্ডারি সেঞ্চুরি পার করেন। কয়েক দিন আগেই চেন্নাই সুপার কিংস সোশ্যাল মিডিয়ায় মিষ্টি একটি ভিডিয়ো শেয়ার করেছিল। ঋতুরাজ ও তাঁর স্ত্রী উৎকর্ষার ব্যাটিং চ্যালেঞ্জ। স্ত্রী উৎকর্ষাও ক্রিকেটার। উৎকর্ষার সেই চ্যালেঞ্জের পরই সেঞ্চুরি!


শেষ অবধি ৬০ বলে ১০৮ রানে অপরাজিত ঋতুরাজ গায়কোয়াড়। শেষ বলে মাঠে নামেন মাহি। বাউন্ডারি মারেন। লখনউকে ২১১ রানের বিশাল টার্গেট দেয় চেন্নাই সুপার কিংস।



আইপিএল 2024: প্রয়োজন ছিল এই জুটি ভাঙার। পরের ওভারেই আক্রমণে পাথিরানা। বড় শটের চেষ্টায় হাই ক্যাচ। শার্দূলের অনবদ্য ক্যাচে ১৫ বলে ৩৪ রানে ফেরেন নিকোলাস পুরান। ম্যাচে ফেরে চেন্নাই সুপার কিংসও। ১৭তম ওভারে মাত্র ৭ রান এবং পুরানের উইকেট। ১৮তম ওভারে মুস্তাফিজুর রহমান। ডট বলে শুরু করলেও স্টইনিস পরের বলেই বিশাল ছয় মারেন।

চেন্নাই দুর্গে মার্কাস হানা, মরসুমে প্রথম হোমে হার ধোনিদের


চেন্নাই দুর্গ অক্ষত রইল না। ঋতুরাজ গায়কোয়াড়ের সেঞ্চুরি, শিবম দুবের বিধ্বংসী ইনিংসের সৌজন্যে লখনউকে ২১১ রানের বিশাল টার্গেট দেয় চেন্নাই সুপার কিংস। কিন্তু মার্কাস হানায় ঘরের মাঠে এ মরসুমে প্রথম হার ধোনিদের। ইনিংসের প্রথম ওভারেই কুইন্টনের উইকেট হারিয়ে চাপে ছিল লখনউ। তিন নম্বরে পাঠানো হয় মার্কাস স্টইনিসকে। অবিশ্বাস্য, হিসেবি একটা ইনিংস। চিপকের মাঠে কখনও এত রান তাড়া হয়নি। সেটাই করে দেখাল লখনউ। ৬৩ বলে ১২৪ রানের অপরাজিত ইনিংস মার্কাস স্টইনিসের।


শেষ পাঁচ ওভারে ৭৪ রানের টার্গেট। ক্রিজে সেট ব্যাটার মার্কাস স্টইনিসের সঙ্গে বিধ্বংসী নিকোলাস পুরান। ১৬তম ওভারে শার্দূল ঠাকুরকে বোলিংয়ে। এই সিদ্ধান্তই দামী হয়ে দাঁড়ায়। নিকোলাস পুরান এই ওভারকেই যেন টার্গেট করে রেখেছিলেন। প্রথম ৫ বলে ১৯ রান পুরানের ব্যাটেই। শেষ বলে সিঙ্গল স্টইনিসের। ২০ রানের ওভার চেন্নাইকে চাপে ফেলে। বাকি ৪ ওভারে ৫৪ রান কঠিন ছিল না। অন্তত ক্রিজে এই দুই ব্যাটার থাকলে তো নয়ই।

প্রয়োজন ছিল এই জুটি ভাঙার। পরের ওভারেই আক্রমণে পাথিরানা। বড় শটের চেষ্টায় হাই ক্যাচ। শার্দূলের অনবদ্য ক্যাচে ১৫ বলে ৩৪ রানে ফেরেন নিকোলাস পুরান। ম্যাচে ফেরে চেন্নাই সুপার কিংসও। ১৭তম ওভারে মাত্র ৭ রান এবং পুরানের উইকেট। ১৮তম ওভারে মুস্তাফিজুর রহমান। ডট বলে শুরু করলেও স্টইনিস পরের বলেই বিশাল ছয় মারেন। এই ওভারেই ৫৬ বলে কেরিয়ারের প্রথম আইপিএল সেঞ্চুরি মার্কাস স্টইনিসের। সার্বিক ভাবে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় সেঞ্চুরি।


এ মরসুমে ইতিমধ্য়েই রাজস্থান-আরসিবি এবং কেকেআর-রাজস্থান ম্যাচে জোড়া সেঞ্চুরি দেখা গিয়েছিল। সিএসকের হয়ে ঋতুরাজের পর স্টইনিসের সেঞ্চুরি। শেষ দু-ওভারে ৩২ রানের লক্ষ্য দাঁড়ায় লখনউ সুপার জায়ান্টসের। স্টইনিস ক্রিজে থাকা অবধি ভরসা ছিল লখনউ শিবিরে। ১৯ তম ওভারে পাথিরানা। বাউন্ডারিতে ওভার শুরু। তবে সবচেয়ে অস্বস্তির তৃতীয় ডেলিভারি। দীপক চাহারের মিস ফিল্ডে বাউন্ডারি হয়। ১৯তম ওভারে ১৫ রান ওঠে।

শেষ ওভারে ১৭ রানের টার্গেট লখনউয়ের। ছয় মেরে মুস্তাফিজুরকে স্বাগত জানান স্টইনিস। আর পিছন ফিরে তাকাননি। ৩ বল বাকি থাকতেই ৬ উইকেটে জয়। চিপকের মাঠে রান তাড়ায় সবচেয়ে বড় স্কোরের রেকর্ড এখন স্টইনিসের দখলে। মিস ফিল্ডিংয়েরও খেসারত দিল চেন্নাই, বলাই যায়।

এ দিকে, আজ সকাল থেকেই কার্যত দাপট বাড়াতে শুরু করেছে গরম। ভোর ছ'টায় মারত্মক সূর্যের তেজে ধীরে ধীরে তাতছে দক্ষিণবঙ্গ। বেলা বাড়ার সঙ্গে-সঙ্গে গরমের দাপট যে আরও বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা আরও ৪ ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে।

আজ থেকে আরও মারত্মক গরম, ১১ জেলায় তাপপ্রবাহের সতর্কতা
আজ থেকে মারাত্মক গরম



কলকাতা: একটুও সুখবর নেই। মাঝ বৈশাখে প্রবল গরম বাড়ার পূর্বাভাস। আগামী তিন দিনে তাপমাত্রা আরও দুই থেকে চার ডিগ্রি বাড়তে পারে। আজ ও আগামিকাল রাজ্যের চার জেলায় তাপপ্রবাহের সতর্কতা। অন্তত শনিবার পর্যন্ত ১৭ জেলায় তাপপ্রবাহের আশঙ্কা। একাধিক জেলা তীব্র তাপপ্রবাহের কবলে পড়তে পারে। শুধু দক্ষিণবঙ্গই নয় উত্তরেও হানা তাপপ্রবাহের। মৌসম ভবন বলেই দিচ্ছে এপ্রিলের বাকি দিনে নিস্তার পাওয়ার বিন্দু মাত্র আশা নেই।


এ দিকে, আজ সকাল থেকেই কার্যত দাপট বাড়াতে শুরু করেছে গরম। ভোর ছ’টায় মারত্মক সূর্যের তেজে ধীরে ধীরে তাতছে দক্ষিণবঙ্গ। বেলা বাড়ার সঙ্গে-সঙ্গে গরমের দাপট যে আরও বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা আরও ৪ ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে। কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা আরও ২ ডিগ্রি বাড়ার সম্ভাবনা। সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয়, গরম বাড়লেও এখনই বৃষ্টির কোনও পূর্বাভাস দিতে পারছে না আলিপুর আবহাওয়া অফিস।


আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, বুধবার মোট ১১ জেলায় থাকছে তাপপ্রবাহের সতর্কতা। তালিকায় রয়েছে পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার মতো জেলা। তবে বুধবার তাপপ্রবাহের হাত থেকে মুক্তি মিলবে হাওড়া, কলকাতার। তবে সবথেকে বেশি তাপমাত্রার বৃদ্ধি দেখা যাবে সপ্তাহান্তে। তাপমাত্রার বড় লাফ দেখা যেতে পারে শুক্র ও শনিবার।

 মঞ্চ থেকে তাঁকে বলতে শোনা যায়, "শুধু লিড দিলে হবে না। এই কেন্দ্রে একটাও বিরোধী নেই। ৯০ শতাংশ করে ভোট বুথে লাগবে। নইলে সেই মেম্বার, সেই প্রধান, সেই লিডারের সঙ্গে আমরা হিসাব করব।"


 '২৬ তারিখের পর কিন্তু আমাদের ফোর্সের সঙ্গে থাকতে হবে, তখন বলবেন না আমার কী হল....', ভোটার হুমকি দিতেই TMC বিধায়ককে শোকজ কমিশনের
হামিদুল রহমান, চোপড়ার তৃণমূল বিধায়ক


চোপড়া: নির্বাচনের পূর্বে হুমকি দিয়ে বিপাকে তৃণমূল বিধায়ক। হামিদুল রহমানকে শোকজ করল নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনী চলে যাওয়ার পর দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন তিনি। নির্বাচনী প্রচারে গিয়ে বিরোধী ভোটারদের উদ্দেশ্যে একথা বলার অভিযোগ উঠেছিল চোপড়ার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। এরপরই তাঁকে শোকজ করে কমিশন। বৃহস্পতিবার বিকেল পাঁচটার মধ্যে জবাব তলব কমিশনের।


কী বলেছিলেন চোপড়ার তৃণমূল বিধায়ক?

আগামী শুক্রবার দার্জিলিং লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে। তার আগে নির্বাচনী দার্জিলিং লোকসভা কেন্দ্রের প্রার্থী গোপাল লামার প্রচারে গিয়েছিলেন চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমান। মঞ্চ থেকে তাঁকে বলতে শোনা যায়, “শুধু লিড দিলে হবে না। এই কেন্দ্রে একটাও বিরোধী নেই। ৯০ শতাংশ করে ভোট বুথে লাগবে। নইলে সেই মেম্বার, সেই প্রধান, সেই লিডারের সঙ্গে আমরা হিসাব করব।”


এরপর ভোটার উদ্দেশ্য বলেন, “আপনার মূল্যবান ভোট নষ্ট করবেন না। বাঁদরামি করবেন না। ২৬ তারিখ কেন্দ্রীয় বাহিনী চলে যাবে। তারপর থেকে আমাদের ফোর্সের সঙ্গে আপনাদের থাকতে হবে। তখন কিন্তু বলবেন না আমাদের কী হল, আমার কী হল। তাই আগেই অনুরোধ করে বললাম ভোট নষ্ট করবেন না।” নির্বাচন কমিশন সূত্রে খবর, এই বক্তব্যের ভিডিয়ো তাঁরা পেয়েছেন। তা পরীক্ষা করে দেখা হয়েছে। এই বক্তব্য নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছে। সেই কারণেই জবাব তলব বলে জানিয়েছে কমিশন।

বাঁকুড়ার বিষ্ণুপুর একসময় ছিল কংগ্রেসের গড়। ২০০৯ সাল পর্যন্ত বিষ্ণুপুর পুরসভা ছিল কংগ্রেসের দখলে। ২০১১ সালের বিধানসভা নির্বাচনে কোতুলপুর ও ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে বিষ্ণুপুর বিধানসভায় জয়ী হয় কংগ্রেস।

জোটে সমীকরণে সেই মনগরম, বাঁকুড়া-বিষ্ণুপুরে সিপিএম প্রার্থীর প্রচারে দেখা মিলছে না কংগ্রেসীদের
সিপিএমের প্রচারে দেখা মিলছে না কংগ্রেসীদের


বাঁকুড়া: জোট সমীকরণে সারা রাজ্যের পাশাপাশি বাঁকুড়া জেলার দুটি আসনেই প্রার্থী দেয়নি কংগ্রেস। বাঁকুড়া ও বিষ্ণুপুর দুটি আসনেই প্রার্থী দিয়েছে সিপিএম। বাঁকুড়ায় সিপিএম প্রার্থীর সমর্থনে মাঝেমধ্যে কংগ্রেস কর্মীদের দেখা গেলেও বিষ্ণুপুর লোকসভায় দেখা মিলছে না কংগ্রেস কর্মীদের। এজন্য গলায় অভিমানের সুর কংগ্রেস নেতৃত্বের। তোপ দেগেছে বামেদের বিরুদ্ধে। বামেরা অবশ্য সুর নরম করে জানিয়েছে এই প্রচারে সামিল হওয়ার দায়িত্ব দু’পক্ষেরই।


বাঁকুড়ার বিষ্ণুপুর একসময় ছিল কংগ্রেসের গড়। ২০০৯ সাল পর্যন্ত বিষ্ণুপুর পুরসভা ছিল কংগ্রেসের দখলে। ২০১১ সালের বিধানসভা নির্বাচনে কোতুলপুর ও ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে বিষ্ণুপুর বিধানসভায় জয়ী হয় কংগ্রেস। নেতা ও কর্মীদের লাগাতার দলবদলের জেরে বিষ্ণুপুরে পরবর্তীতে কংগ্রেসের সাংগঠনিক ক্ষমতা কমলেও এলাকাভিত্তিক কিছু কর্মী এখনও রয়েছে কংগ্রেসের।

সারা রাজ্যে বাম কংগ্রেস জোট করে লোকসভা নির্বাচনের লড়াইয়ে নামলেও বিষ্ণুপুরে বাম প্রার্থী শীতল কৈবর্ত্যর প্রচারে সেভাবে দেখা যাচ্ছে না কংগ্রেসের পতাকা। কেন এমন অবস্থা? তবে কী কোথাও জোটে ফাটল বিষ্ণুপুরে?


বিষ্ণুপুরের প্রদেশ কংগ্রেস সদস্য দেব চট্টোপাধ্যায়ের বক্তব্য, বামেদের পক্ষে সর্বাত্মকভাবে প্রচারে নামতে তাঁরা তৈরি। কিন্তু তাঁদের মেয়ের বিয়ে নয়। বামেরা কংগ্রেসকে না ডাকলে কংগ্রেস আগ বাড়িয়ে প্রচারে যাবে না। কংগ্রেস নেতৃত্বের এই অভিমানের কথা শুনে সুর নরম বাম প্রার্থীর। বিষ্ণুপুরের বাম প্রার্থী শীতল কৈবর্ত্যর বক্তব্য, তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে কঠিন এই লড়াইয়ে বামেদের পাশাপাশি কংগ্রেসেরও দায়িত্ব প্রচারে অংশ নেওয়া। তারপরও কংগ্রেস কর্মীরা অভিমান করে থাকলে বিষয়টি নিয়ে বাম জেলা নেতৃত্ব কংগ্রেস নেতৃত্বের সঙ্গে কথা বলবে।

মঙ্গলবার সল্টলেকের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বৈঠক করেন রাজ্যপাল। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বতঃপ্রণোদিত ভাবে বলেন, "আমি মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনুমতি দিয়েছিলাম। শিক্ষামন্ত্রীর মতো একজন উচ্চশিক্ষিত ব্যক্তি এ কাজ করেছেন ভেবে আমি স্তম্ভিত হয়েছিলাম।"

আমি স্তম্ভিত! শিক্ষামন্ত্রীর মতো একজন ব্যক্তি এ কাজ করেছেন'
রাজ্যপাল সিভি আনন্দ বোস।


কলকাতা: সোমবার কলকাতা হাইকোর্টের রায়ে এসএসসি-র ২০১৬ সম্পূর্ণ প্যানেল বাতিল হয়েছে। এরপর থেকেই রাজ্য-রাজনীতিতে পড়েছে আলোড়ন। চাকরিহারারা একদিকে যেমন রাস্তায় নেমে প্রস্তুতি নিচ্ছেন আন্দোলনের, অপর দিকে আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে এসএসসি। আর এই পরিস্থিতিতে এবার নিয়োগ দুর্নীতি নিয়ে সরব খুললেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।


মঙ্গলবার সল্টলেকের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বৈঠক করেন রাজ্যপাল। এরপর পার্থ চট্টোপাধ্যায়ের নাম উল্লেখ না করেই কড়া ভাষায় তাঁকে বেঁধেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বতঃপ্রণোদিত ভাবে বলেন, “আমি মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনুমতি দিয়েছিলাম। শিক্ষামন্ত্রীর মতো একজন উচ্চশিক্ষিত ব্যক্তি এ কাজ করেছেন ভেবে আমি স্তম্ভিত হয়েছিলাম।” একই সঙ্গে তিনি বলেছেন, “শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি নিয়ে আমরা যা শুনেছিলাম তা এখন কলকাতা হাইকোর্টের রায়ে প্রমাণ হয়ে গেল।” এখানে উল্লেখ্য, হাইকোর্টের রায়ের পর পার্থকে নিয়ে সরব হতে দেখা গিয়েছিল তৃণমূল নেতা কুণাল ঘোষকেও। তিনি বলেছিলেন, পার্থ চট্টোপাধ্যায়ের মতো কিছু ব্যক্তির পাপের ফল এখন ভোটের ভোগ করতে হচ্ছে দলকে। আগেই ব্যবস্থা নেওয়া উচিত ছিল। এবার রাজ্যপালের মুখেও শোনা গেল সেই একই প্রসঙ্গ।

এখানেই কিন্তু শেষ নয়। রাজ্যপাল বোস বললেন, “শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি নিয়ে এখন যেটা আমাকে ভাবাচ্ছে তা হল,বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় দুর্নীতি। বিশ্ববিদ্যালয়ে হিংসার অভিযোগও রয়েছে। বিশ্ববিদ্যালয়ের চৌহদ্দি থেকে দুর্নীতি, হিংসা দূর করার জন্য‌‌ই আজ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করি।”


প্রসঙ্গত, উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপাল বিরোধ নতুন নয়। পরে বিষয়টিতে হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্ট। রাজ্যের পাঠানো তালিকা থেকেই ৬ জন উপাচার্যকে বেছে নেন আচার্য সি ভি আনন্দ বোস। তবে এ দিনের এসএসসি-র পর রাজ্যপাল যেভাবে উচ্চ-শিক্ষা নিয়ে মন্তব্য করলেন তা কি পরোক্ষে রাজ্যকে খোঁচা দিলেন তিনি? সেই প্রশ্ন তুলছে ওয়াকিবহাল মহল।

জলসত্র রায়দিঘী থানা

 কথায় আছে জল দান,মানে জীবন দান।এক ফোঁটা জল দান করার জন্য দরকার হয় না অর্থের,দরকার মানবিকতার। সম্প্রতি, তীব্র তাপপ্রবাহে পথ চলতি মানুষের মাঝে রায়দিঘী থানার উদ্যোগে বিশুদ্ধ পানীয় জল এবং বাতাসা বিতরণ করা হয় মঙ্গলবার দুপুর ১২ টা নাগাদ। এইদিন তীব্র তাপ প্রবাহের কারণে সুন্দরবন পুলিশ জেলার নির্দেশে রায়দিঘী থানার আইসি দেবর্ষি সিনহার তত্ত্বাবধানে কাশিনগর বাজারে পথচারী টোটো চালক অটো চালক সহ বিভিন্ন পেশার মানুষের মাঝে পানীয় জল বিতরণ করা হয়। 
সুন্দরবন পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি কৌস্তবতীর্থ আচার্য, রায়দিঘী থানার আইসি দেবর্ষি সিনহা, রায়দিঘী থানার এস আই অফিসার রাহুল রায় সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত থেকে বিশুদ্ধ পানীয় জল বাতাসা বিতরণ করেন,এবং তীব্র তাপ প্রবাহ কালে করনীয় সম্পর্কে সাধারণ জনগণকে সচেতনতামূলক পরামর্শ প্রদান করেন। আবহাওয়া দপ্তর অনুযায়ী দিনকে দিন তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে দক্ষিণবঙ্গে।তারফলে পথ চলতি মানুষ অতিষ্ঠ হয়ে পড়ছে এক ফোঁটা জলের কারণে, তারপর রায়দিঘী থানার আইসি দেবর্ষি সিনহার তত্ত্বাবধানে মঙ্গলবার থেকে কাশিনগর বাজার এলাকায় পানীয় জল এবং বাতাসা বিতরণ অব্যাহত রাখেন।

হম দিল চুকে সনম' ছবিতে অভিনয় করতে-করতেই পর্দার বাইরেও সলমন-ঐশ্বর্যর মধ্যে প্রেম জমে ক্ষির হয়ে ওঠে। তখন কোথায় অভিষেক, কোথায় বচ্চন পরিবার। খবরের শিরোনামে জ্বলজ্বল করত কেবলই ঐশ্বর্য-সলমনের ভালবাসা!

'সলমনই আমার জীবন', হঠাৎই বলে ফেলেন ঐশ্বর্য!
ঐশ্বর্য রাই বচ্চন এবং সলমন খান।


নীল রঙের সি থ্রু আঁচল। তাতে তারার মতো সাদা চকচকে চুমকি বসানো। তাঁদের কথা উঠলেই ভেসে আসে এই ছবি। অপরূপা সুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ালেন বলিউডের ভাইজান সলমন খান। ‘হম দিল চুকে সনম’ ছবিতে অভিনয় করতে-করতেই পর্দার বাইরেও সলমন-ঐশ্বর্যর মধ্যে প্রেম জমে ক্ষির হয়ে ওঠে। তখন কোথায় অভিষেক, কোথায় বচ্চন পরিবার। খবরের শিরোনামে জ্বলজ্বল করত কেবলই ঐশ্বর্য-সলমনের ভালবাসা!


সেই সময়ই ‘কফি উইথ করণ’ টক শোতে হাজির হলেন ঐশ্বর্য রাই বচ্চন। নানা প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন রাই সুন্দরী। একটি রাউন্ডে সলমন সম্পর্কে প্রশ্ন করা হল ঐশ্বর্যকে। জিজ্ঞেস করা হল, সলমন খান সম্পর্কে তাঁর কী বক্তব্য? রাই সুন্দরী অকপট বলেন, “সলমন আমার জীবন…”

তারপর বাকিটা ইতিহাস। ঐশ্বর্যর জীবন হয়ে থাকলেন না সলমন। তাঁদের বিচ্ছেদ হয়ে গেল। শোনা যায়, ঐশ্বর্যর গালে নাকি কষিয়ে একটা চড় মেরেছিলেন ভাইজ়ান। সেই থাপ্পড়ের গুঞ্জন শোনা গিয়েছিল অনেকদূর পর্যন্ত। তাসের ঘরের মতো ভেঙে গিয়েছিল তাঁদের মনের সাজানো সংসারটা। ঐশ্বর্য হাঁটা দিয়েছিলেন পিছন ঘুরে। তাঁকে মনে-মনে খুবই মিস করতেন সলমন। এতটাই মিস করতেন যে, ঐশ্বর্যর মতো দেখতে স্নেহা উল্লালকে খুঁজে বের করেছিলেন সঙ্গে-সঙ্গে। সেই অভিনেত্রীর সঙ্গে একটি আস্ত ছবিও তৈরি করে ফেলেছিলেন ভাইজান। সকলে বলাবলি করেছিলেন, ঐশ্বর্যকে ভুলতেই স্নেহার আবির্ভাব

ডনের অঙ্গুলিহেলনেই নাকি একবার একটি অনুষ্ঠানে নেচেছিলেন রাজেশ খান্না, ডিম্পল কাপাডিয়ার কন্যা টুইঙ্কল খান্না। সব্বাই জানেন, বলিউড অভিনেতা অক্ষয় কুমারের স্ত্রীও তিনি। দাউদের ইশারায় কোনও অনুষ্ঠানে কি সত্যি নেচেছিলেন টুইঙ্কল? এ ব্যাপারে মুখ খুলেছেন অভিনেত্রী...

দাউদের অঙ্গুলিহেলনে টুইঙ্কলের নাচ, অবশেষে মুখ খুললেন অক্ষয়-পত্নী?
দাউদ-টুইঙ্কল।


মুম্বইয়ের আলো-আঁধারি জগতের ‘বেতাজ বাদশাহ’ দাউদ ইব্রাহিম। এই প্রখ্যাত ডন পুলিশের মোস্ট ওয়ান্টেড তালিকার খাতায়। ১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণের মূল ষড়যন্ত্রকারীর তালিকায় নাকি ছিলেন এই ডনই। তাঁকে নিয়ে সিনেমা হয়েছে প্রচুর। বলিউডের সুন্দরী নায়িকাদের উপর নজরও রয়েছে এই ডনের। এই ডনের অঙ্গুলিহেলনেই নাকি একবার একটি অনুষ্ঠানে নেচেছিলেন রাজেশ খান্না, ডিম্পল কাপাডিয়ার কন্যা টুইঙ্কল খান্না। সব্বাই জানেন, বলিউড অভিনেতা অক্ষয় কুমারের স্ত্রীও তিনি। দাউদের ইশারায় কোনও অনুষ্ঠানে কি সত্যি নেচেছিলেন টুইঙ্কল? এ ব্যাপারে মুখ খুলেছেন অভিনেত্রী…


মস্করা করার খুবই স্বভাব আছে টুইঙ্কলের। এ প্রশ্ন আসতেই হাসতে-হাসতে তাঁর জবাব, “সবাই বলছে, আমি নাকি দাউদের কোনও এক অনুষ্ঠানে নেচেছি। হাসি পাচ্ছে। রাগও হচ্ছে। এমনটা রটেছে দেখে। আমি তো নাচতেই পারি না। আমার কাছে নাচতে গেলেই উঠোন বাঁকা। আমার ছেলেমেয়েরা বলে, ‘মা, তোমার নাচ দেখলে মনে হয় কুস্তি করছ’। আর আমাকে দাউদ ডাকবেন। কখনওই না। আরও অনেক ভাল নৃত্যশিল্পী আছেন। তাঁদের ডাকবেন। আমাকে ডাকবেনই না। সব মিথ্যে কথা।”

আগামী ৯ মে বিয়ে করছেন কৌশাম্বী ও আদৃত। সেই উপলক্ষেই গোটা মিঠাই পরিবারের তরফে আয়োজিত হয়েছিল এক গেট টুগেদারের। সেই গেট টুগেদারে হাজির ছিলেন ছোট থেকে বড় সকলেই। বিশ্বজিৎ চক্রবর্তী, স্বাগতা বসু, লোপামুদ্রা সিনহা থেকে শুরু করে ফাহিম মির্জা, বিশ্বাবসু বিশ্বাস-- বাদ ছিলেন না কেউই।

তলানিতে আদৃত-সৌমিতৃষার সম্পর্ক? এক ছবিই উস্কে দিল রটনা
এক ছবিই উস্কে দিল রটনা


‘মিঠাই’ ধারাবাহিক চলাকালীনই ইন্ডাস্ট্রিতে রটনা ছিল সম্পর্ক নাকি মোটেও ভাল নেই, ছবির দুই প্রধান আদৃত রায় ও সৌমিতৃষা কুন্ডুর। এক সময় তাঁদের প্রেমের গুঞ্জন শোনা গেলেও রটেছিল কৌশাম্বী চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে জড়ানোর পর থেকেই নাকি ক্রমশ সম্পর্কের অবনতি হতে থাকে তাঁদের। সেই রটনা এবার আরও উস্কে দিলেন খোদ আদৃতই। নেপথ্যে এক ছবি।


আগামী ৯ মে বিয়ে করছেন কৌশাম্বী ও আদৃত। সেই উপলক্ষেই গোটা মিঠাই পরিবারের তরফে আয়োজিত হয়েছিল এক গেট টুগেদারের। সেই গেট টুগেদারে হাজির ছিলেন ছোট থেকে বড় সকলেই। বিশ্বজিৎ চক্রবর্তী, স্বাগতা বসু, লোপামুদ্রা সিনহা থেকে শুরু করে ফাহিম মির্জা, বিশ্বাবসু বিশ্বাস– বাদ ছিলেন না কেউই। এমনকি দেখা গিয়েছিল তন্বী লাহা রায়কেও। তবে ফ্রেমে দেখা যায়নি সৌমিতৃষাকে। মিঠাইয়ের এই অনুপস্থিতিই বাড়িয়ে দিয়েছে নানা জল্পনা। আদৃতের ‘আইবুড়োভাত’-এ তন্বীর উপস্থিতি মোটেও ভাল ভাবে নেননি মিঠাইয়ের ভক্তরাও। তাঁদের পুরনো ‘ঝামেলা’র প্রসঙ্গ টেনে এনে একজন লেখেন, “শুধু বাদ সৌমিতৃষা? এটা কিন্তু ঠিক নয়।”




ইন্ডাস্ট্রির সূত্র বলে, ধারাবাহিক চলাকালীনই আদৃত ও সৌমিতৃষার সখ্য গড়ে উঠেছিল। সখ্য হয়তো নিতেও পারত অন্য কোনও সম্পর্কের নাম। তবে তা হয়নি। কারণ, অন্য সম্পর্কে জড়িয়ে পড়েন আদৃত। আপাতত সেই সম্পর্কই আরও একধাপ এগচ্ছে। আগামী ৯ মে বিয়ে করছেন তিনি ও তাঁর সহকর্মী তথা প্রেমিকা কৌশাম্বী। মিঠাই সেই বিয়েতে যান কিনা এখন সেটাই দেখার।


গত বছরের শেষ মাসে শহরের এক ওটিটি প্ল্যাটফর্মের উচ্চপদস্থ কর্মচারী সৌম্য মুখোপাধ্যায়কে বিয়ে করেন সন্দীপ্তা। তবে সে বিয়েতে আসেননি রাহুল। তাঁর দাবি, "ওর বিয়ের সময় আমি ছিলাম না"। রাহুল অকপটেই জানিয়েছেন আর সন্দীপ্তার সঙ্গে কথা হয় না তাঁর।

'ওর বিয়ের সময় আমি...', সন্দীপ্তার সঙ্গে সম্পর্ক নিয়ে অকপট রাহুল
সন্দীপ্তার সঙ্গে সম্পর্ক নিয়ে অকপট রাহুল


বছর তিনেক আগেও ‘ট্র্যাভেল পার্টনার’ সন্দীপ্তা সেনের সঙ্গে ছবি দিয়ে রাহুল বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, ‘আমার সব মন কেমনের ঠিকানা তুই’। তবে সময়ের সঙ্গে সঙ্গে ঠিকানা বদলেছে। হৃদয়ের দফতরে এখন অন্য কারও আনাগোনা। একদা যে ছিলেন কাছের মানুষ আজ তাঁর সঙ্গেই যোগাযোগ নেই– এমনটাই দাবি করেছে হৃদয়ের মালিক তথা রাহুল। আর তেমন যোগাযোগ নেই সন্দীপ্তার সঙ্গে– অকপটেই স্বীকার করেছেন সম্প্রতি ‘নিবেদিতা অনলাইন’ নামক এক ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে।


সন্দীপ্তা কী ছিলেন তাঁর? প্রেমিকা, বন্ধু নাকি অন্য কোনও সম্পর্ক? প্রশ্ন আসতেই রাহুলের উত্তর, “আমাদের নিয়ে যখন এত আলোচনা হয়েছে আমি বা সন্দীপ্তা আমরা কেউই কিন্তু স্বীকার করিনি আমরা সম্পর্কে আছি। আজ যখন সন্দীপ্তা অন্য কারও সঙ্গে ভাল আছে, তখন নতুন করে স্বীকার করার কিছু নেই যে আমি ওর প্রেমিক ছিলাম। আমরা বন্ধু ছিলাম। বা বন্ধুর চেয়ে বেশি ছিলাম। আর সম্পর্ক তো এলআইসি বন্ড নয় যে গ্যারান্টির সঙ্গে আসবে।” গত বছরের শেষ মাসে শহরের এক ওটিটি প্ল্যাটফর্মের উচ্চপদস্থ কর্মচারী সৌম্য মুখোপাধ্যায়কে বিয়ে করেন সন্দীপ্তা। তবে সে বিয়েতে আসেননি রাহুল। তাঁর দাবি, “ওর বিয়ের সময় আমি ছিলাম না”। রাহুল অকপটেই জানিয়েছেন আর সন্দীপ্তার সঙ্গে কথা হয় না তাঁর। তবে রুকমা রায়ের সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ খানিক আলাদা, তা স্বীকার করতেও ভোলেননি রাহুল। তাঁর কথায়, “রুকমা আমাকে মজার মজার ভিডিয়ো পাঠায়। একটা ভীষণ গভীর বন্ধন আছে আমাদের।”


এর আগে সন্দীপ্তার বিয়ের খবর শুনে টিভিনাইন বাংলায় মুখ খুলেছিলেন রাহুল। বলেছিলেন, “খুব ভাল হোক, বন্ধুর ভাল হবে সেটাই চাইব। আমরা তো কোনওদিন কোনও সম্পর্কে ছিলাম না। বন্ধু ছিলাম। ওর জীবনে সম্পর্ক আসার দরকার ছিল এবং সেটা এসেছে, সে জন্য আমি ভীষণই খুশি।” এই মুহূর্তে স্ত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে বৈবাহিক অশান্তি মিটিয়ে আবারও এক হয়েছেন রাহুল। তবু অতীত ফিরে আসে মাঝেমধ্যেই, প্রশ্ন এড়ানো যায় কি?

আর মাত্র কয়েক ঘণ্টা পর জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস ও মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ। এক বার ভাবুন তো তার আগে যদি রোহিত-হার্দিকরা স্টেডিয়ামে না পৌঁছতে পারেন, তা হলে কী হবে? সঠিক সময়ে ম্যাচ শুরু হবে তো? এই পরিস্থিতিতে রোহিতদের উদ্ধারকর্তা হলেন সানি।

ট্রাফিক জ্যামে আটকে MI টিম, পথ দেখানো সানির জন্য হাততালি রোহিতদের
ট্রাফিক জ্যামে আটকে MI টিম, পথ দেখানো সানির জন্য হাততালি রোহিতদের


 পৌঁছতে কে না চায়! সকলেই এমনটা চান। কিন্তু ট্রাফিক জ্যাম অনেককে সঠিক সময়ে গন্তব্যস্থলে পৌঁছতে দেয় না। আর এই ট্রাফিক জ্যাম তো কারও হাতে থাকে না। এ বার জয়পুরের রাস্তায় যানজটে আটকে পড়ল মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) টিম বাস। আর মাত্র কয়েক ঘণ্টা পর জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস ও মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ। এক বার ভাবুন তো তার আগে যদি রোহিত-হার্দিকরা স্টেডিয়ামে না পৌঁছতে পারেন, তা হলে কী হবে? সঠিক সময়ে ম্যাচ শুরু হবে তো? এই পরিস্থিতিতে রোহিতদের উদ্ধারকর্তা হলেন সানি।

মুম্বই ইন্ডিয়ান্সের সোশ্যাল মিডিয়া সাইট X এ একটি ১৮ সেকেন্ডের ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে, জয়পুরে ট্রাফিক জ্যামে আটকে পড়েছে মুম্বই ইন্ডিয়ান্সের টিম বাস। সেই সময় সানি নাম ও ৭ নম্বর লেখা জার্সি পরা এক ব্যক্তি সাহায্য়ের হাত বাড়িয়ে দেন রোহিত-সূর্যদের দিকে। রাস্তার মধ্যে থাকা বেশ কয়েকটি গাড়িকে মুম্বই ইন্ডিয়ান্সের টিম বাসের সামনে থেকে সরে যেতে সাহায্য করেন তিনি। সেই সময় গাড়িতে থাকা মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটাররা সানির জন্য হাততালি দেন। ভেতর থেকে মুম্বই ইন্ডিয়ান্সের এক ক্রিকেটার আবার বলেন, ‘ভালো ভালো সানি, খুব ভালো।’ এরপর মুম্বইয়ের টিম বাস সামনে এগিয়ে যায়। ভিডিয়োটির ক্যাপশনে MI টিমের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘দিল জিত লিয়া সানি ভাই।’

এক ঝলকে দেখে নিন ট্রাফিক জ্যামে মুম্বই ইন্ডিয়ান্সের টিম বাস আটকে যাওয়ার সেই ভিডিয়োটি 

 হর্ষিত রানার ফুলটস বলে আউট হয়েছেন বিরাট। কিন্তু তাঁর আউট ঘিরে রয়েছে বিতর্ক। প্রযুক্তিগত ত্রুটির কথা বলছেন অনেকে। আবার অনেকেই বলছেন, আম্পায়ার সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আম্পায়ারের পক্ষে দাঁড়ানো লোকের সংখ্যা কিন্তু কম নয়। অধিকাংশ প্রাক্তন, বিশেষ করে যাঁরা ধারাভাষ্য দেন, তাঁরা কিন্তু সোজাসুজি বলে দিচ্ছেন, নিয়ম অনুযায়ী আম্পায়ার ঠিক আউটই দিয়েছেন।

শেখাবে নাকি ঝগড়া করবে... বিরাটকে লক্ষ্য করে বিষাক্ত তির প্রাক্তনের?


কলকাতা: টুইটারে একটা ভিডিয়ো নিয়ে খুব চলছে। ছোট্ট ভিডিয়ো কিন্তু ভীষণ শিক্ষনীয়। কেরিয়ারে অনেক ম্যাচ খেলেছেন সচিন তেন্ডুলকর। বিতর্কিত আউটও হয়েছেন বহুবার। তখন ডিআরএস ছিল না। বল ট্র্যাকিং প্রযুক্তিও আসেনি। যতবার বিতর্কিত আউট হয়েছেন, কী প্রতিক্রিয়া দিয়েছেন ক্রিকেট ঈশ্বর। তাঁর সেই বিখ্যাত মনভোলানো হাসি। যেন বলতে চেয়েছেন, ‘ওরা জানে না, কী ভুল করছে! ওদের ক্ষমা করো।’ সচিন কেরিয়ার জুড়ে শিখিয়ে গিয়েছেন, আম্পায়ারের সিদ্ধান্তই সব। তিনি আউট দিলে মানতে হয়। মাঠ ছেড়ে যেতে হয়। যতই সচিনের উত্তরসূরী ধরা হোক, ক্রিকেট দুনিয়ার নতুন কিং বলা হোক, বিরাট কোহলিকে কি তাঁর আসনে বসানো যাবে? এক প্রাক্তন কিন্তু বিষমাখানো তির ছুড়লেন বিরাটের দিকে।


কেকেআরের বিরুদ্ধে রবিবার দুপুরের ম্যাচে চরম বিতর্ক তৈরি হয়েছে। হর্ষিত রানার ফুলটস বলে আউট হয়েছেন বিরাট। কিন্তু তাঁর আউট ঘিরে রয়েছে বিতর্ক। প্রযুক্তিগত ত্রুটির কথা বলছেন অনেকে। আবার অনেকেই বলছেন, আম্পায়ার সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আম্পায়ারের পক্ষে দাঁড়ানো লোকের সংখ্যা কিন্তু কম নয়। অধিকাংশ প্রাক্তন, বিশেষ করে যাঁরা ধারাভাষ্য দেন, তাঁরা কিন্তু সোজাসুজি বলে দিচ্ছেন, নিয়ম অনুযায়ী আম্পায়ার ঠিক আউটই দিয়েছেন। তাতেও যে বিতর্ক থেমেছে, তা নয়। কিন্তু মাঠে আম্পায়ারের সঙ্গে ঝামেলা করার অভিযোগে বড়সড় জরিমানা হয়েছে বিরাটের। ৫০ শতাংশ ম্যাচ ফি কাটা গিয়েছে তাঁর। পরিস্থিতি যখন জটিল, তখন এক প্রাক্তন কিন্তু বিরাটকে নাম না করে সমালোচনা করলেন। কে তিনি?





তিনি আকাশ চোপড়া। বিরাটের বিতর্কিত আউটে যিনি পাশে দাঁড়িয়েছেন আম্পায়ার। সেই তিনি একটি টুইট করে লিখেছেন, ‘যে তারকা, সে তার প্রভাব কাজে লাগিয়ে শিক্ষিত করার চেষ্টা করবে অথবা ঝামেলা করবে। ভেবেচিন্তে ঠিক করুক।’ আকাশ যে বিরাটকে ঘুরিয়ে বলেছেন, টুইট পড়লেই বোঝা যাবে। আর তা নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। অনেকেই সরাসরি আক্রমণ করেছেন আকাশকে। কেউ কেউ আবার আকাশের প্রশংসাও করেছেন। সব মিলিয়ে কিন্তু কেকেআর ম্যাচে বিরাট কোহলির আউট ঘিরে বিতর্কের জল মাঠের বাইরেও গড়াতে শুরু করেছে।